একমাত্র Klikk প্রথম industry তে Mini Series এনেছে.
| অল্প সময়ে সেরা গল্প | বেনুদার Tension
সারসংক্ষেপ :
নৈহাটীর বাসিন্দা বেনুচন্দ… সরকারি কর্মচারী। স্বচ্ছল পরিবার…… পরিবার বলতে একমাত্র স্ত্রী মোনালিসা… সুন্দরী মোনালিসা সভ্য, ভদ্র, নম্র, আজকালকার মেয়েদের থেকে ১০০ ভাগ উল্টো। পৈত্রিক বাড়ি…..মা বাবা গত হয়েছেন, ফলে সব সম্পত্তির মালিক এখন বেনু একাই….. এহেন বেনুর জীবনে এদানীং সমস্যা একটাই, টেনশন।
না কোন কিছুতেই তার নাকি টেনশন হচ্ছে না…..আচ্ছা টেনশন ছাড়া জীবন চলে? বেনু দৌড়ায় ডাক্তারের কাছে….সব কিছু টেস্ট করে ডাক্তারও অবাক….. “শরীর আছে অথচ টেনশন নেই! এতো ভয়ানক ব্যাপার”।
অত:পর টেনশন কি খুজতে শুরু করে বেনু…..ঘটে নানা মজাদার ঘটনা……টেনশন খুঁজতে ভুতুড়ে বাড়িতে রাত কাটানো থেকে শুরু করে TV News এ স্টোনম্যান উপদ্রবের খবর পেয়ে রাতের শহরে স্টোনম্যানের সঙ্গে দেখা করতে বেরিয়ে পড়ে সে….এরপর ঘটনাক্রমে সে সন্ধান পায় ক্রিমিনাল শেখ বিনোদের… এভাবে টেনশন খুঁজতে গিয়ে এক খুনের সাক্ষী হয়ে ওঠে সে…..সত্যিকারের “টেনশন” কাকে বলে হাড়ে হাড়ে বুঝতে পারে বেনু… ঠিক তখনই পাথরের আঘাতে একের পর এক খুনে জেরবার হয়ে ওঠে নৈহাটি…. কিন্তু কেন এই খুন? এক অজানা টেনশনে জেরবার হয়ে ওঠে বেনু ও মোনালিসা…… কী সেই অজানা টেনশন?
এর উত্তর জানতে হলে দেখতে হবে KLIKK- Mini Series “বেনুদার Tension”
আসছে আগামী April মাসে KLIKK OTT Platform- এ
কাহিনী, চিত্রনাট্য ও সংলাপ : অম্লান মজুমদার
সিনেমাটোগ্রাফার :অনির
রূপসজ্জা : রাকেশ
মিউজিক : প্রাঞ্জল
গণমাধ্যম প্রচার : রানা বসু ঠাকুর
প্রযোজনা : স্কাইপ্যান কমিউনিকেশন
পরিচালনা: সুরজিৎ (সাহেব) মুখার্জি।
অভিনয়ে : দ্রোন মুখার্জি, মিশর বোস (সোহিনী), অমিতাভ চ্যাটার্জি, রাজদ্বীপ সরকার প্রমুখ।