আবারও নতুন করে সমাজ সংস্কারক রাজীব সরকারের অভিযোগের ভিত্তিতে, ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের নির্দেশে দমদম থানা শুরু করলো সমস্ত বেআইনি কাজের তল্লাশি। বেশ কিছুদিন ধরেই সংবাদ শিরোনামে ছিলো আইন বহির্ভূত আবাসন নির্মাণ ব্যবসা। যা নিয়ে ইতিমধ্যেই দক্ষিণ দমদম মিউনিসিপালিটি নিয়ে নড়ে চড়ে বসেছেন মেয়র ফিরাদ হাকিম ও উত্তর ২৪ পরগনার জেলা শাসক । উত্তর ২৪ পরগনার জেলা শাসক নিজে নিউটাউন, বিধান নগর কর্পোরেশন, দক্ষিণ দমদম মিউনিসিপালিটি এবং ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের অধীনস্ত সমস্ত এলাকা গুলিতে আইন বহির্ভূত ভাবে নির্মিত বিভিন্ন বহুতলের বিষয়ে গত ৮ই জানুয়ারি ২০২৫ এ অতি শীঘ্র আকশন টেকেন রিপোর্ট চেয়ে পাঠিয়েছেন। এবার তারই সাথে যুক্ত হলো নিষিদ্ধ মাদক ব্যবসার রাম রাজত্ব।
সমগ্র দক্ষিণ দমদম এলাকা জুড়ে, প্রকাশ্যে দিবালোকে জন সমক্ষেই দেদার বিক্রি হচ্ছিলো কোকেন, এল এস ডি, বেআইনি মদ। প্রাপ্ত বয়স্ক দের পাশাপাশি এই নিষিদ্ধ মাদক সহজেই পৌঁছে যাচ্ছিলো অপ্রাপ্তবয়স্ক কিশোর কিশোরী দের হাতে।
আজ ব্যারাকপুর পুলিশ কমিশনারের নির্দেশে, সমাজ সংস্কারক রাজীব সরকার কে ডেকে পাঠান দমদম থানার তদন্তকারী অফিসার । রাজীব সরকারের থেকে যাবতীয় তথ্য দেখার পরেই দমদম থানার পুলিশ তৎপর হয়ে ওঠে এবং শুরু হয় সমস্ত বেআইনি কর্মকান্ডের তল্লাশি অভিযান।