সামাজিক মাধ্যমে ভাইরাল হচ্ছে এরকমই খবর। যদিও দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস এই খবরের সত্যতা যাচাই করেনি।।
India's disregard for international water laws is causing significant harm to Bangladesh by diverting river water flow.@IntlCrimCourt@TheDavidBergman@ZulkarnainSaer pic.twitter.com/W4CYD5qQEF
— BringingJusticetoYou (@JusticeBengal) August 21, 2024
বাংলাদেশে শেখ হাসিনা সরকার কে কোটা রাজনীতির নামে উৎখাত করার পরেই শেখ হাসিনা বাংলাদেশ ছেড়ে ভারতে আশ্রয় নেন। আগে থেকেই ভারতের কেন্দ্রীয় সরকার ভারতীয় জনতা পার্টি ও ভারতের প্রধান মন্ত্রী নরেন্দ্র মোদীর ওপর বাংলাদেশের সাম্প্রতিক সরকার বেশ বিরক্ত যার স্বাভাবিক কারণ ভারতে হিন্দুত্বদের প্রচার এবং একই সাথে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর রাশ টানা। যদিও এই অভিযোগ কোন ভাবেই সত্য নয় কিন্তু বাংলাদেশে কোটা রাজনীতির আড়ালে বহু হিন্দু পরিবার কেই ধ্বংস করেছে বাংলাদেশের সংখ্যা গরিষ্ট সম্প্রদায়।
ভারত কেও বাংলাদেশ বার বার সচেতন করেছে শেখ হাসিনা কে নিরাপত্তা ও আশ্রয় না দিতে। কিন্তু ভারত এখনো সেই সচেতন বার্তায় আমল দেননি। বাংলাদেশ খুব ভালো করেই অবগত ছিলো যে ভারতের ব্রম্ভপুত্র নদীর বাঁধ সামান্য আলগা হলেই বাংলাদেশে ভেসে যেতে পারে আর আজ হটাৎ করেই বাংলাদেশে জলোচ্ছাস ও বন্যা দেখা দেয়।। সামাজিক মাধ্যমে রটে ভারতের ছাড়া জলে বাংলাদেশে বন্যা।