ভারতে বেশ কিছু বছর ধরেই ভালেন্টাইন ডে পালন করার একটা রীতি চালু হয়েগেছে। এই দিন কে ঘিরে প্রেমিক প্রেমিকাদের মধ্যে কম উৎসাহ দেখা যায়না। বরং এই দিন টি বা সপ্তাহ টিকে জুড়ে একটা বাণিজ্যিক ষড়যন্ত্র তৈরী করা হয়েছে যা হয়তো অনেকেরই মতো আপনারও জানা নেই।
আমাদের দেশ অর্থাৎ ভারতবর্ষে সারাটা বছর, প্রতিটা দিনই কোথাও না কোথাও কিছু একটা পার্বন পালিত হয়ে আসছে। আর সেই পার্বন কে ঘিরেই জমে ওঠে বিভিন্ন ব্যবসা। তার মধ্যেই নতুন করে জুড়ে বসেছে বসেছে এই ভালেন্টাইন ডে।
যেটিকে মাথায় রেখেই ব্যবসার লাভ ওঠে তুঙ্গে। এদিন সামান্য একটা গোলাপ ফুলের দাম ১০ টাকার পরিবর্তে ১০০ থেকে ২০০ টাকায় উঠে যায়। তাহলে ভেবে নিন বাকি উপহার সামগ্রী কত টাকা খরচা হতে পারে। কিন্তু কেন পালিত হয় এই দিনটি? কোথায় এর উৎপত্তি? আসুন জেনে নেওয়া যাক।
ভ্যালেন্টাইন ডে প্রতি বছর ১৪ ফেব্রুয়ারি পালিত হয়। এর উৎপত্তি সম্পর্কে বিভিন্ন মতামত রয়েছে, তবে সাধারণভাবে এটি সেন্ট ভ্যালেন্টাইন নামক একজন খ্রিস্টান ধর্মযাজকের সাথে সম্পর্কিত।
তৃতীয় শতাব্দীতে রোমান সম্রাট দ্বিতীয় ক্লডিয়াস যুবকদের বিবাহ নিষিদ্ধ করেছিলেন, কারণ তিনি মনে করতেন অবিবাহিত পুরুষরা যুদ্ধে বেশি দক্ষ। সেন্ট ভ্যালেন্টাইন এই আদেশের বিরোধিতা করে গোপনে যুবক-যুবতীদের বিবাহ সম্পন্ন করতেন। এ কারণে তাকে গ্রেফতার করা হয় এবং ২৬৯ খ্রিস্টাব্দের ১৪ ফেব্রুয়ারি মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার স্মরণে ৪৯৬ খ্রিস্টাব্দে পোপ প্রথম গেলাসিয়াস ১৪ ফেব্রুয়ারিকে ভ্যালেন্টাইন ডে হিসেবে ঘোষণা করেন।
তবে এসব জানার পরেও কোনো বাধা নেই ১৪ই ফেব্রুয়ারী ভ্যালেন্টাইন্স ডে পালন করার জন্যে। তবে ভালোবাসার জন্যে বছরের একটা দিন নয় প্রতিটা দিন উদযাপন করা যেতেপারে, প্রতিটা মুহুর্ত উদযাপন করা যেতে পারে, যদি সঙ্গী সঠিক ও চিরস্থায়ী হয়।