বলিউডের দুই জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান এবং মাধুরী দীক্ষিত এক মঞ্চে ডান্স ফেস অফ-এ মাতিয়ে তুললেন দর্শকদের। নতুন ছবির বিশেষ অনুষ্ঠানে তাদের এই নাচের মুহূর্ত যেন আরও আকর্ষণীয় করে তুলল ছবির প্রচার। তবে এই ফেস অফ সহজে হয়নি; কারণ, মাধুরীর মতো নাচের জাদুকরের সঙ্গে তাল মেলানো চাট্টিখানি কথা নয়। এসময় বিদ্যার এক পা মচকে যায় এবং কিছুক্ষণের জন্য তিনি সামলে উঠতে পারছিলেন না। কিন্তু, পর্দার ‘মঞ্জুলিকা’ এই ছোট্ট দুর্ঘটনাকে হাসিমুখে কাটিয়ে নাচে ফিরে আসেন, আর এভাবেই মন জয় করেন উপস্থিত দর্শকদের।
“আমিই তোমার গান”-এ বিদ্যার মনোমুগ্ধকর নৃত্য
‘ভুলভুলাইয়া’ ছবির আইকনিক গানের উপর বিদ্যার অভিনয় আর নাচ এখনো দর্শকদের মনে গেঁথে আছে। শ্রেয়া ঘোষালের গাওয়া এই গানে প্রথম সিনেমায় বিদ্যা মঞ্জুলিকার ভূমিকায় নেচে যেভাবে মুগ্ধ করেছিলেন, তা আজও কেউ ভুলতে পারেনি। প্রথম দিন থেকেই বিদ্যার এই নাচ সকলের মনে আলাদা জায়গা করে নিয়েছে।
ভুলভুলাইয়া ৩: আবারো ফিরলেন বিদ্যা, মাধুরী দীক্ষিতের সঙ্গে নাচের জাদু
‘ভুলভুলাইয়া ২’-এ বিদ্যার দেখা না মিললেও এবার তৃতীয় সিক্যুয়েলে তিনি ফের হাজির। এবার তার সঙ্গী হিসেবে মঞ্চে আছেন আরেক বলিউড ডিভা মাধুরী দীক্ষিত। এই দুই অভিনেত্রীকে একসঙ্গে নাচতে দেখে উপস্থিত দর্শকদের উত্তেজনা ছিল তুঙ্গে। বহু দর্শকই বলছেন, এই দৃশ্য বড়পর্দায় দেখার জন্য মুখিয়ে রয়েছেন তারা।
এক পায়ে দাঁড়িয়ে বিদ্যার হাসিমুখে পোজ
যদিও বিদ্যার পা মচকে গিয়েছিল, তবু হাসি মুখে তিনি মাধুরী এবং কার্তিক আরিয়ানের পাশে পোজ দেন। কার্তিক তার পায়ে চোটের কথা বুঝে বিদ্যার পাশে দাঁড়িয়ে তাকে সাহায্যের হাত বাড়িয়ে দেন। এই মুহূর্তে বিদ্যা যেন তার সমস্ত কষ্ট ভুলে গিয়ে সকলের সঙ্গে হাসিমুখে ক্যামেরার সামনে পোজ দেন।
ভুলভুলাইয়া: ছবির ইতিহাস এবং আগ্রহ
‘ভুলভুলাইয়া’ নিয়ে বলিউডপ্রেমীদের উন্মাদনা প্রথম থেকেই। অক্ষয় কুমারের অভিনয়ে এবং মনিরত্নমের পরিচালনায় ছবিটি মানুষের মন জয় করেছিল। এরপর ‘ভুলভুলাইয়া ২’ এ নতুন মুখ হিসেবে টাব্বু এবং কিয়ারা আদবানিকে দেখা গেলেও বিদ্যার অভাবটা অনুভব করছিলেন দর্শকরা। এবার তৃতীয় কিস্তিতে বিদ্যার সঙ্গে মাধুরীর সংযোজন যেন দর্শকদের জন্য বিশেষ উপহার।
এখন, ছবিটি নিয়ে আগ্রহ তুঙ্গে। দর্শকরা এখনই প্রেক্ষাগৃহে গিয়ে বড়পর্দায় বিদ্যা ও মাধুরীর নাচের এই মূহূর্ত দেখতে চান।