পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে গরমের উপহার হিসেবে আম পাঠান। সরকারি সুত্রের খবর ৬০০ কেজি ল্যাংড়া এবং হিমসাগর আম পাঠিয়েছেন তিনি। গতকাল অর্থাৎ সোমবার যশোরের বেনাপোল বন্দর-হরিদাসপুর হয়ে কালীঘাটে মুখ্যমন্ত্রীর বাড়িতে পৌঁছায় সেই উপহার। প্রতিবছরই এই উপহার পাঠান তিনি। সঙ্গে একটি ফুলের তোড়াও পাঠিয়েছেন তিনি শুভেচ্ছা স্বরূপ।
প্রধানমন্ত্রীকেও আম উপহার পাঠিয়ে থাকেন শেখ হাসিনা। মমতা বন্দ্যোপাধ্যায়ও নানা উৎসবে শেখ হাসিনাকে উপহার পাঠিয়ে থাকেন। পুজোর সময় এবং ঈদের সময় মুখ্যমন্ত্রী শাড়ি উপহার পাঠিয়ে ছিলেন এই প্রতিবেশী দেশের প্রধানমন্ত্রীকে। প্রধানমন্ত্রীও বর্ষার সময় বাংলাদেশের পদ্মার ইলিশ উপহার পাঠিয়েছিলেন এপার বাংলায়। যদিও এই সব বিনিময় বাণিজ্যিক ভাবেই হয়েছে বরাবর।
গত বছর সেপ্টেম্বর মাসে শেখ হাসিনার ভারতসফরের সময় বাংলা বাদ থেকে যায়। তার জন্য কেন্দ্রকে দোষারোপ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তার উত্তরে শেখ হাসিনা মমতা বন্দ্যোপাধ্যায়কে নিজের ‘বোন’ আখ্যায়িত করেন এবং তাদের মধ্যকার সম্পর্ককে রাজনীতির উরদ্ধে ঘনিষ্ঠতার সম্পর্ক বলে দাবী করেন। মমতা বন্দ্যোপাধ্যায়ও বিভিন্ন সময় শেখ হাসিনার সঙ্গে তার ভালো সম্পর্কের কথা স্বীকার করেছেন।
এখন প্রশ্ন হচ্ছে ৬০০ কেজি আম নিয়ে কি করবেন মমতা বন্দ্যোপাধ্যায়? সুত্রের খবর এই উপহারের ভাগ পাবেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘনিষ্ঠরা, কিছু নেতা মন্ত্রী আমলারাও ভাগ পাবেন এই উপহারের। উপহার যাই হোক বা বোন সম্বোধন হোক এই উপহার বিনিময় দুই দেশের মধ্যে বৈদেশিক সুসম্পর্ক রক্ষার একটা চেষ্টা মাত্র।