ঢাকার বঙ্গবন্ধু স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। নতুন নামকরণে স্টেডিয়ামটির নাম থেকে ‘বঙ্গবন্ধু’ শব্দটি সরিয়ে শুধুমাত্র ‘ন্যাশনাল স্টেডিয়াম’ রাখা হয়েছে। এছাড়া, স্টেডিয়ামের শেড ও চেয়ার স্থাপনের কাজ দ্রুতগতিতে চলছে। নতুন জায়ান্ট স্ক্রিনে স্টেডিয়ামের নাম ‘ন্যাশনাল স্টেডিয়াম’ প্রদর্শিত হচ্ছে। নাম পরিবর্তনের বিষয়ে ক্রীড়া সচিব রেজাউল মাকছুদ জাহেদী জানান, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত উচ্চ পর্যায় থেকে নেওয়া হবে।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2025/02/b1.jpg)
এছাড়া, দেশের আরও তিনটি স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। কুষ্টিয়ার শেখ কামাল স্টেডিয়ামের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম রাখা হয়েছে। টাঙ্গাইল জেলা স্টেডিয়ামের নাম করা হয়েছে শহীদ মারুফ স্টেডিয়াম টাঙ্গাইল। এছাড়া, বাংলাদেশ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণ মাঠের নাম রাখা হয়েছে শহীদ ফারহান ফাইয়াজ খেলার মাঠ।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2025/02/b2-1024x576.avif)
উল্লেখ্য, জুলাই গণঅভ্যুত্থানের শহীদদের স্মরণে সারা দেশে ২২০টি উপজেলায় স্টেডিয়াম নির্মাণের পরিকল্পনা নেওয়া হয়েছে। এসব স্টেডিয়ামের নামকরণ ওই উপজেলার শহীদদের নামে করা হবে বলে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া জানিয়েছেন।
![](https://theindianchronicles.com/wp-content/uploads/2025/02/b4.jpg)
এছাড়া, পূর্বাচলে নির্মাণাধীন শেখ হাসিনা আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের নাম ও নকশা পরিবর্তনের পরিকল্পনা করা হয়েছে। নতুন রাজনৈতিক পরিস্থিতির প্রেক্ষিতে স্টেডিয়ামটির নাম ও নকশা পুনর্বিবেচনা করা হচ্ছে।
এই পরিবর্তনগুলো দেশের ক্রীড়াঙ্গনে নতুন দিগন্তের সূচনা করেছে, যা শহীদদের স্মরণে ও ক্রীড়া অবকাঠামোর উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।