যদিও শহরে এখনও বর্ষার আমেজ কাটেনি, কিন্তু তারই মাঝে সোনালী রোদের আলো বুঝিয়ে দিচ্ছে পুজোর আর বেশী দেরী নেই। হাতে মাত্র আর কয়েকটা দিন। আকাশে বর্ষার কালো মেঘ কেটে নীল আকাশের বুকে পেঁজা তুলোর মতো সাদা মেঘের আনাগোনা শরৎ উৎসবের আগমনী বার্তা এনেদেয় বাঙালীর প্রতিটি ঘরে। তাই প্রতিটি বাঙালির ঘরেই আজ সাজো সাজো রব।
শহরাঞ্চলের নামীদামি পুজো কমিটি গুলির খুঁটি পুজো শেষের পর্যায়। চরম পর্যায় চলছে প্রস্তুতি। আগমনীর আয়োজনের সাথে অপেক্ষায় থাকা আপামোর বাঙালি অপেক্ষায় রয়েছে মহালয়ার। পিতৃপক্ষের শেষ ও দেবীপক্ষের শুরু। ভোরের আলো ফোটার সাথে সাথে রেডিও তে বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কন্ঠে নিয়মকরে চন্ডীপাঠ শোনা আজ শুধু মনোরঞ্জনই নয় এ যেন এক চেরাচরিত প্রথা হয়ে উঠেছে। চন্ডিপাঠ শেষেই বাঙালি চোখ রাখে টেলিভিশনের পর্দায়। আর সেখানেই বাঙালির শেষ পছন্দ ষ্টার জলসা।
প্রতিবারের মতো এবারও ষ্টার জলসায় মহালয়ার ভোরে থাকছে বিশেষ অনুষ্ঠান ‘যা দেবী সর্বভূতেষু’
যেখানে মা দূর্গার রুপে দেখা যাবে বাংলা চলচ্চিত্রের প্রখ্যাত নায়িকা কোয়েল মল্লিক কে। ইতিমধ্যই যার টিজার ষ্টার জলসার সামাজিক মাধ্যমে দেখা যাচ্ছে। তাই আগামী ১৪ই অক্টোবর, শনিবার ভোর ঠিক পাঁচটায় চোখ রাখতেই হবে ষ্টার জলসায়।