Home » মাথার পাশ দিয়ে ছুটে গেছে বুলেট… রোমহর্ষক অভিজ্ঞতার কথা লিখছেন আই পি এস অনীশ সরকার।

মাথার পাশ দিয়ে ছুটে গেছে বুলেট… রোমহর্ষক অভিজ্ঞতার কথা লিখছেন আই পি এস অনীশ সরকার।

স্কুল কলেজ জীবনে অনেকেরই স্বপ্ন থাকে আই পি এস অফিসার হওয়ার। লম্বা স্মার্ট চেহারায় নিজেকে আই পি এস আধিকারিক হবার ইচ্ছা অনেকেরই। অন্যদিকে একটি বলিউড ফিল্ম দেখিয়েছে কি করে উচ্চমাধ্যমিক বা ১২ক্লাস ফেল থেকে ঘুরে দাঁড়িয়ে আই পি এস অফিসার হওয়া যায়। চাই শুধু উচ্চ মেধা যা হাজারে নয় লাখে একটা পাওয়া যায়। ব্যাস!! তারপরেই জীবন একদমই ফিল্মি স্টাইলে হবে… একেবারেই তা নয়। একে বাড়ে মৃত্যুর সামনে গিয়ে দাঁড়াতে হবে একথা হয়তো কেউ ভাবতেও পারেননা। কারণ সেখানে শুধু উচ্চ মেধা নয় চাই সাহস।

সাহসী বাঙালি আই পি এস অফিসারের রোমহর্ষক কাহিনী সিলভার স্ক্রিনে কোন বলি বা টলি পরিচালক বলবেন না তাই আমরাই দায়িত্ব তুলে নিলাম আপনাদের জানানোর জন্যে।

আমাদের সাথে এক্সক্লুসিভ কথা হলো বিধান নগরের ডেপুটি কমিশনার অফ পুলিশ, ভারপ্রাপ্ত আই পি এস অনীশ সরকারের সাথে। আই পি এস হবার পরেই তাকে মাওবাদী জঙ্গি এলাকায় একটি বিশেষ অপারেশনের দায়িত্বে পাঠানো হয়।

গভীর জঙ্গলে গোপনে ঘাঁটি করে থাকা অভ্যস্ত মাওবাদী জঙ্গি দের দমন করতে বিশেষ ভাবে পারদর্শী কোবরা বাহিনীর সাথে বিশেষ অভিযানে যেতে হয়েছিল এই বাঙালি আই পি এস অফিসার অনীশ সরকার কে। সাথে সীমিত পরিমান পানীয় জল আর খাদ্য সামগ্রী ছাড়া সাথে স্বয়ংক্রিয় রাইফেল ছাড়া যেখানে বাকি সব কিছুই প্রায় বিলাসিতা। নির্দিষ্ট গোপন সুত্রের অনুসরণ করে গভীর জঙ্গলে গিয়ে একটা সময় প্রায় নিরাশ হতে হচ্ছিলো কিন্তু তারপরেই অতর্কিত হামলা শুরু করে গভীর জঙ্গলে গাছের মধ্যে মিশে থাকা মাও জঙ্গিরা। শুরু হয় গোলা গুলির মুখোমুখি যুদ্ধ। জঙ্গি দের স্বয়ংক্রিয় রাইফেলের বেশ কিছু বুলেট তীব্র গতিতে মাথার পাশ দিয়ে গেছিলো এমনটাই জানালেন ভারপ্রাপ্ত আধিকারিক অনীশ সরকার। ঠিক কতটা রোমহর্ষক ছিলো সেই অভিযান সেই নিয়ে লিখছেন একটি ৪০০ পাতার বই।

প্রায় দিবারাত্র দায়িত্ব পালনের পর লিখতে সময় লেগেছে প্রায় ৪ বছর। এখন শেষের দিকে। খুব তাড়াতাড়ি প্রকাশিত হবে। না, হয়তো এবারের বই মেলায় নয় কারণ আরো একটু সময় লেগে যাবে শেষ কিছু সম্পাদনার কাজে।

এছাড়াও আমাদের জানালেন সাম্প্রতিক কালে বেড়ে চলা সাইবার ক্রাইম ও নারী নির্যাতন না নারী সংক্রান্ত অপরাধের বিরুদ্ধে বিধাননগর পুলিশের পদক্ষেপ সম্পর্কে। জানালেন সাধারণ মানুষের সাথে এবং পাশে থেকে কি ভাবে সাধারণ মানুষ কে নিরাপদ ও সুরক্ষিত রাখছে বিধান নগর পুলিশ বিভাগ। এই সব কিছুনিয়েই আপনাদের জন্যে রইলো ভারপ্রাপ্ত ডেপুটি কমিশনার অফ পুলিশ বিধাননগর, আই পি এস অনীশ সরকারের একটি বিশেষ সাক্ষাৎকার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!