শোভন মল্লিক ,কলকাতা :আগামী বছরের তুলনায় এই বছরের তুলনামূলক তাড়াতাড়ি হতে চলেছে মাধ্যমিকের ফল প্রকাশ। মধ্যশিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে, আগামী ১৫ থেকে ১৭ মে এর মধ্যেই হতে পারে মাধ্যমিকের ফল প্রকাশ। ইতিমধ্যেই শনিবার থেকে অনলাইনে উত্তর পত্র যাচাইয়ের কাজ শুরু হয়ে গিয়েছে।
ইতিমধ্যেই হাতে-কলমে উত্তরপত্র যাচাইয়ের কাজ শেষ হয়ে গিয়েছে । এবার শুধু অনলাইনে যাচাইয়ের কাজই বাকি। তারপর খুব শীঘ্রই প্রকাশিত হবে ২০২৩ এর মাধ্যমিকের ফলাফল। গত বছর গুলির তুলনায় এই বছরে নজিরবিহীন ভাবে পরীক্ষা কেন্দ্র গুলোতে সতর্কতা মূলক ব্যবস্থাপনা নেওয়া হয়েছিল।গত ৪ মার্চ মাধ্যমিকের লিখিত পরীক্ষা শেষ হয়েছিল। এই বছরে প্রতিটি পরীক্ষা কেন্দ্রে ন্যূনতম তিনটি করে সিসিটিভি ক্যামেরা বসানোর আদেশ দেওয়া হয়েছিল।পরীক্ষার্থীদের প্রবেশ পথে, প্রধান শিক্ষকের ঘরে এবং যে ঘরে প্রশ্নপত্র রাখা থাকবে এই তিনটি ঘরে সিসিটিভি বসানোর নির্দেশ দেওয়া হয়েছিল।
উচ্চ মাধ্যমিক শিক্ষা পর্ষদ সূত্রে জানা গিয়েছে। মে মাসের চতুর্থ সপ্তাহের মধ্যেই ফল প্রকাশ করবার চেষ্টা করা হবে। এমনকি ইতিমধ্যেই ৮০ শতাংশ উত্তরপত্র যাচাইয়ের কাজ সম্পূর্ণ হয়েছে। যত শীঘ্রই সম্ভব উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ করা হবে। উচ্চমাধ্যমিকের ফল প্রকাশের আগেই যাতে মাধ্যমিকের ফল প্রকাশ করা যায় । সেই কারণেই ইতিমধ্যে মধ্যশিক্ষা পর্ষদের প্রস্তুতি তুঙ্গে।