রাজ্যের মূখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দোপাধ্যায় গতকালই পৌঁছেগিয়েছেন ত্রিপুরা। আগরতলা বিমানবন্দরে নেমেই সোজা গিয়েছিলেন ত্রিপুরা সুন্দরী মাতা মন্দিরে পুজো দিতে। তিনি জানালেন –
মা-মাটি-মানুষের মঙ্গল হিতার্থে আজ মাতা ত্রিপুরা সুন্দরীর চরণে পুজো দিলাম। মায়ের পুণ্যাশিসে সকল অশুভ শক্তির বিনাশ হোক। ত্রিপুরার প্রতিটি কোণায় ছড়িয়ে যাক শান্তি-সম্প্রীতি-ঐক্যের বার্তা। ভাবনার সংকীর্ণতার ঊর্ধ্বে গিয়ে, ধারণার অসহিষ্ণুতা থেকে নিষ্কৃতি নিয়ে, সাম্প্রদায়িকতার বিষ বায়ু থেকে মুক্তি পেয়ে, এই ত্রিপুরা এবং প্রত্যেকটি ত্রিপুরাবাসীর জীবন যেন সুখ-সমৃদ্ধিতে ভরে যায় এই কামনা আমার। ফেরার পথে, স্থানীয় এক দোকানে চা বিরতি নিলাম। সঙ্গে সকলের সঙ্গে ভাগ করে নিলাম শিঙাড়া এবং সাজলাম পান। সকলের হাসি মুখ আমাকে আবেগ-আপ্লুত করে দিয়েছিল। ত্রিপুরা আমার কাছে নিজের ঘরের সমান। ত্রিপুরাবাসী আমার হৃদয়ের অন্তস্তলে সর্বদা বিরাজমান। কাল আগরতলায় এক সুবিশাল পদযাত্রায় উপস্থিত থাকবো আমি। কালকের দিনটি ঐতিহাসিক দিনে পরিণত করার জন্য সকল ত্রিপুরাবাসীকে উক্ত পদযাত্রায় আমি উপস্থিত থাকতে বিনীত অনুরোধ জানাচ্ছি।
তথ্য সৌজন্যে ঃMamata Banerjee ফেসবুক পেজ