বছরের শুরু তেই পরিচালক রাজ চক্রবর্তী ঘোষণা করেছিলেন তার বহুদিনের পরিকল্পনা, বুদ্ধুদেব গুহ রচিত বাংলার বিখ্যাত প্রেমের জনপ্রিয় উপন্যাস বাবলি নিয়ে কাজ করার কথা। বাংলা নববর্ষে বাবলি-র পোস্টার লঞ্চ করেছিলেন। এবার গতকাল কলাকুশলি দের নিয়ে হয়ে গেলো ট্রেলার লঞ্চ।
২০২০ সালেই পরিচালক রাজ চক্রবর্তী, সাহিত্যিক বুদ্ধুদেব গুহ-র থেকে বাবলি নিয়ে কাজ করার অনুমতি নেন। এবং লেখক নিজেই গল্পের প্রধান চরিত্রে আবির ও শুভশ্রী কে রাখার অনুরোধ করেছিলেন বলেই জানালেন ছবির প্রযোজক তথা রাজ সহধর্মিনী শুভশ্রী গাঙ্গুলী। তিনি আরো বলেন, তিনি চেষ্টা করছেন যাতে বুদ্ধুদেব গুহ -র কল্পিত বাবলি কেই অভিনয়ের মাধ্যমে তুলে ধরতে পারেন বা সেখানে কোনো ভাবেই শুভশ্রী গাঙ্গুলি অভিনীত পুরোনো কোন চরিত্র যেন কোন ভাবেই না ফুটে ওঠে।।
আগামী ১৫ই আগস্ট, স্বাধীনতা দিবসেই আপনার কাছের প্রেক্ষাগৃহে স্বাধীন ভাবে মুক্তি পেতে চলেছে বাবলি। প্রধানচরিত্রে আবির চট্টোপাধ্যায় শুভশ্রী গাঙ্গুলি সহ অভিনয় করছেন সৌরসেনি মিত্র। সংগীত পরিচালনা করছেন ইন্দ্রিদীপ দাসগুপ্ত। আপনাদের জন্য রইলো গতকালের ট্রেলার লঞ্চের ভিডিও।