মধ্যবিত্ত পরিবারের ছেলেদের দায়িত্ব অনেক। মা প্রায় মৃত্যু শয্যায়। চিকিৎসার জন্য প্রচুর টাকার প্রয়োজন যা স্বাভাবিক ভাবে জোগাড় করা অসম্ভব। তাই (দেব) মায়ের চিকিৎসার টাকা জোগাড় করতে বিপুল অঙ্কের বিমা করায় নিজের জন্য বিমা এজেন্টে ( প্রসেনজিৎ )এর কাছে। কিন্তু তাকে যে মরতে হবে! না হলে তো টাকা পাওয়া যাবে না। আত্মহত্যার প্রায় সব রকম প্রচেষ্টা বিফলে যায়।
আসলে আমরা অনেকেই জানিনা যে প্রতিদিনই বহু মানুষ মানসিক অবসাদে আত্মহত্যা করেন। সংখ্যা টা চমকে দেবার মতই। ঘন্টায় ১৭ জন। আসলে এই সব মানসিক অবসাদ গ্রস্থ মানুষের প্রয়োজন একজন ” কাছের মানুষ”।
আগামী ৩০ শে সেপ্টেম্বর মুক্তি পেতে চলেছে দেব ও প্রসেনজিৎ অভিনীত “কাছের মানুষ”। ছবিতে নায়িকা ইশা সাহা।
ছবি টি পরিচালনা করেছেন নীলায়ন চট্টোপাধ্যায়। কাহিনী ও সংলাপ – শুভেন্দু দাসমুন্সি। দৃশায়ন – মধুরা পালিত ও সম্পাদনা করেছেন মহম্মদ কালাম।
সদ্য মুক্তি পেল এই ছবির ট্রেলার। আমন্ত্রিত ছিলাম আমরাও। অনুষ্ঠানে উপস্থিত কাছের মানুষের টিম জানালেন তাদের অভিজ্ঞতার কথা।