পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ বিদ্যা বালন আবারও বড়পর্দায় ফিরতে চলেছেন। ২১ শে জুন ‘নীয়ত’ ছবির ফার্স্ট লুক মুক্তি পেতেই তা জনপ্রিয় হয়ে ওঠে। ২২ শে জুন মুক্তি পায় ছবির ট্রেলার। পোস্টারে একেবারে ছাপোষা লুকে দেখা যাচ্ছে অভিনেত্রীকে। এই ছবিতে গোয়েন্দা চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বিদ্যা বালন কে।
ছবিটি পরিচালনার দায়িত্ব পালন করেছেন অনু মেনন। পরিচালক হিসেবে এটা তার প্রথম কাজ। বিদ্যা বালন ছাড়াও ছবিটিতে অভিনয় করতে দেখা যাবে রাম কাপুর, রাহুল বোস, নিরজ কবি, অমৃতা পুরী, শাহানা গোস্বামী প্রমুখদের। ৭ই জুলাই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে ছবিটি।
বিদ্যা বালন সবসময়ই নিজের চরিত্র নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালোবাসেন। অনেক হিট ছবি রয়েছে তার ঝুলিতে। এই ছবিতেও তার অন্যথা হবে না বলেই আশা করা যাচ্ছে। দীর্ঘদিন পর বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন অভিনেত্রী। তাকে শেষ বার বড় পর্দায় দেখা গিয়েছিল ‘মিশন মঙ্গল’ ছবিতে। ছবিটিতে বিদ্যা বালন ছাড়াও অক্ষয় কুমার সোনাক্ষী সিনহা অভিনয় করেছিলেন।
এই দীর্ঘ সময় বিদ্যা বালন কে ওটিটি তে দেখা গেছে একাধিক বার। ‘শকুন্তলা দেবী’, ‘শেরনী’, ‘জলসা’ –র মত একাধিক ওটিটি তে হিট ছবিতে দেখা গেছে অভিনেত্রীকে। দীর্ঘদিন পর কামব্যাক নিয়ে আশাবাদী দর্শক। ছবির পোস্টার প্রকাশ্যে আসতেই দর্শক মহলে উত্তেজনার সৃষ্টি হয়েছে। ছবি নিয়ে আশাবাদী পরিচালক এবং কলাকুশলীরা।