বাবার সাইকেলে চেপে টিউশন পড়ে বাড়ি ফেরার পথে চোখে মোবাইল ফোন পডে এক পঞ্চম শ্রেনীর ছাত্রর৷ মোবাইল কুড়িয়ে নিয়ে সাইকেল মালিককে ফোনটি ফেরত দেবার জন্য ৷ তাঁকে খুজে না পেয়ে বাবাকে নিয়ে সটান থানায় এল ছাত্র৷ সাইবার ক্রাইম থানার মাধ্যমে মালিকের হাতে ফোনটি তুলেদিল ছাত্র৷ মঙ্গলবার দুপুরে ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার দত্ত পাড়া এলাকায় ৷
ওই ছাত্রের নাম মহম্মদ তৌসিফ মন্ডল ৷ বনগাঁ হাইস্কুলের পঞ্চম শ্রেণীর ছাত্র৷বনগাঁর চাপাবেড়িয়া এলাকার বাসিন্দা ৷ ছোট তৌফিক জানায় , এদিন দত্তপাড়া এলাকায় টিউশন নিতে গিয়েছিল সে ৷বেলা বারোটা নাগাদ বাবার সাইকেলে করে বাড়ি ফিরছিল ৷ দত্তপাড়া এলাকায় টোটো থেকে মোবাইলটি পড়ে যেতে দেখে সে ৷
‘ফোন ফেরত পেয়ে খুশি মোবাইলের মালিক দীপঙ্কর মন্ডল ৷তিনি ঠাকুরনগর থেকে মেয়ে বউকে মতিগঞ্জে নিতে এসেছিলেন ৷মেয়েকে নিয়ে ছোট করে স্টেশনের দিকে যাচ্ছিলেন ৷দীপঙ্কর বলেন ফোনটা বা পকেটে ছিল কোনভাবে পড়ে যায় ৷এই বাচ্চাটি আমায় ফেরত দিল ৷ ভাবলে চোখে জল চলে আসছে ৷
কৌশিকের বাবা মোহাম্মদ রফিক বলেন ‘ ৷ ছেলের অনুরোধ তখনই সাইবার ক্রাইম থানায় যাই ৷ পুলিশ মোবাইলের মালিক কে ডেকে মোবাইল ফেরত দেয় ছেলের এখানেও কাজের জন্য পুরস্কৃত করে ic সুদীপ্ত রায় ৷