আজ রাখী বন্ধন। ভারতে রাখী বন্ধন একটি প্রাচীন ও ঐতিহাসিক উৎসব যেখানে দিদি বা বোনেরা তাদের ভাইদের হাতে একটি পবিত্র সুতো বেঁধে দিয়ে তাদের রক্ষা করার প্রতিজ্ঞা বদ্ধ করান। হিন্দু, জৈন, শিখ ও বৌদ্ধ ধর্মের মানুষরা মূলত এই উৎসব পালন করে থাকেন।
তবে এই রাখী বন্ধন উৎসব কে আরো বেশী করে প্রচার করেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। ১৯০৫ সালে, বঙ্গভঙ্গ আন্দোলনের সময় বাংলার মানুষের মধ্যে ভাতৃত্ব বজায় রাখার জন্যই এই উৎসবের আয়োজন করেছিলেন।
আজ নাগেরবাজার গোলপার্ক এলাকায়, বাংলার মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় স্থানীয় পৌর প্রতিনিধি ও তৃণমূল নেতা অভিজিৎ মিত্রের আয়োজনে সাধারণ মানুষ ও পথ চলতি সকল মানুষ দের নিয়ে রাখী বন্ধন উৎসব পালিত হয়।
স্থানীয় মহিলারা আনন্দের সাথে পথ চলতি মানুষ ও স্থানীয় মানুষের হাতে রাখী পরিয়ে মিষ্টি মুখ করান। অফিস যাত্রী বহু মানুষ কে দেখা গেল, বাস থেকে নেমে এসে আনন্দের সাথে হাতে রাখী বেঁধে নিলেন।।
আর জি কর কাণ্ডের রেশ এখন সর্বত্র। বাংলার অভয়ার বিচার প্রার্থী আজ গোটা বিশ্ব। কলকাতার তিলোত্তমার নির্যাতনে মন ভালো নেই সমগ্র পৃথিবীবাসির। তবুও জীবন কে স্বাভাবিক ছন্দে ফিরতে এবং একই সাথে, কলকাতার তিলোত্তমার ওপর ঘটে যাওয়া নারকীয় অত্যাচারের প্রতিবাদ ও বিচার চাইতে নাগেরবাজার গোলপার্ক এলাকার ৮ নম্বর ওয়ার্ডের পৌর প্রতিনিধি ও তৃণমূল নেতা অভিজিৎ মিত্র আমাদের জানালেন তার বক্তব্য।
আপনাদের জন্য রইলো ভিডিও।