কলকাতা হাইকোর্টে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের দায়ের করা মানহানির মামলায় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর আইনি দলের নেতৃত্বে বড় পরিবর্তন এনেছেন। মুখ্যমন্ত্রীর হয়ে মামলা লড়তে এবার দুই প্রাক্তন অ্যাডভোকেট জেনারেল জয়ন্ত মিত্র ও সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায়কে আনা হয়েছে।
কী ঘটেছে?
২ জুলাই ২০২৪ তারিখে রাজ্যপাল মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে মানহানির মামলা করেন। অভিযোগ, মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বিরুদ্ধে কিছু আপত্তিকর মন্তব্য করেছেন যা তাঁর সম্মানহানির কারণ হয়েছে। প্রথমে সঞ্জয় বসুকে এই মামলার দায়িত্ব দেওয়া হলেও পরে তাঁকে সরিয়ে মুখ্যমন্ত্রী নতুনভাবে আইনি দল সাজান।
নতুন দুই আইনজীবী কারা ?


জয়ন্ত মিত্র ২০১৪-২০১৭ সাল পর্যন্ত পশ্চিমবঙ্গের অ্যাডভোকেট জেনারেল ছিলেন। পরে সরকারের সঙ্গে মতবিরোধের কারণে তিনি পদত্যাগ করেন। সৌমেন্দ্রনাথ মুখোপাধ্যায় ২০২১-২০২৩ সালের মধ্যে অ্যাডভোকেট জেনারেলের দায়িত্বে ছিলেন, কিন্তু তিনিও একইভাবে পদত্যাগ করেন। এবার তাঁরা একসঙ্গে মমতার হয়ে লড়বেন।
হাইকোর্টে কী হলো?
৩ জুলাই মামলার প্রথম শুনানিতে বিচারপতি কৃষ্ণা রাও রাজ্যপালের দাবিকে প্রাথমিকভাবে গ্রহণ করেছেন। মামলার পরবর্তী শুনানি ১৪ আগস্ট নির্ধারিত হয়েছে, যেখানে মুখ্যমন্ত্রীর নতুন আইনি দল জোরালো যুক্তি উপস্থাপন করতে পারে বলে মনে করা হচ্ছে।

রাজনৈতিক বার্তা কী?
রাজ্যপাল ও মুখ্যমন্ত্রীর দ্বন্দ্ব বহুদিনের। এবার দুই প্রাক্তন অ্যাডভোকেট জেনারেলকে আইনি লড়াইয়ে নামিয়ে মমতা স্পষ্ট বার্তা দিলেন যে তিনি কোনওভাবেই রাজ্যপালের দাবির সামনে নত হতে রাজি নন। এখন দেখার, হাইকোর্টের পরবর্তী শুনানিতে এই মামলার মোড় কোন দিকে যায়।