সামনেই পঞ্চায়েত ভোট। রাজ্যের সব দল এখন পঞ্চায়েত ভোটের প্রস্তুতি নিচ্ছে। অন্যদিকে রাজ্যের শাষক দল তৃনমূল কংগ্রেস; কেন্দ্রীয় সরকারের গোয়েন্দা সংস্থার চাপে একটু কোন ঠাসা হলেও বিনা যুদ্ধে নাহি দিব সুচাগ্র মেদিনী ভাব মুর্তিতে প্রস্তুত। কিন্তু এর মধ্যেই আসতে শুরু করেছে রাজনৈতিক হিংসা ও হানা হানির খবর। মাননীয়া মূখ্যমন্ত্রীর ঘোষনার পর থেকেই গ্রামাঞ্চল থেকে উদ্ধার হচ্ছে বেআইনি অস্ত্র ও গোলাবারুদ। যদিও এ নিয়েও রাজ্যের বিরোধী দল বিজেপির আঙুল সেই শাষক দলের দিকেই।
তবে পঞ্চায়েত ভোটের ইতিহাস অনুযায়ী এবারও তার ব্যাতিক্রম হবে না বলেই মনে হচ্ছে। আজ একটু আগে জনৈক তৃনমূল কর্মী সৈফুদ্দিন টুইটারে, এক ব্যাক্তির গলায় ধার্রলো ত্রিশুল এফোড় ওফোড় করা একটি নারকীয় ছবি পোষ্ট করে দাবী করেন – ছবিটি নদিয়ার ভাস্কর রামের, বয়স – ৩৩। যাকে ধারালো ত্রিশুল দিয়ে এই ভাবে আক্রমন করেছে নদিয়ার দুই এস এফ আই (SFI ) কর্মী বিক্রম সরকার ও জয় বনিক। যাদের কে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে।
সাথে জানিয়েছেন আজ নীলরতন হাসপাতালে প্রায় ৪৫ মিনিট অস্ত্রোপচারের পর এই আহত যুবক প্রানে বেঁচে যান।
ঘটনার সত্যতা দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস্ করেনি। সুত্র _ টুইটার।
ধারাল ত্রিশূলের ফলা এফোঁড় ওফোঁড় করে দিয়েছে ভাস্কর রামের (৩৩) গলা
নদীয়ার #SFI কর্মী হিসেবেই পরিচিত বিক্রম সরকার ও জয় বনিক নামে ২ জনকে গ্রেফতার করেছে পুলিশ
দীর্ঘ ৪৫ মিনিট অস্ত্রোপচারে প্রাণে বাঁচেন যুবক, কলকাতার নীলরতন সরকার মেডিক্যাল কলেজে
তথ্য – @jago_bangla#TMCS pic.twitter.com/CGgyi4TRYq
— SaifuddinAITC (@SR_Tmc007) November 28, 2022