০৯ নভেম্বর ২০২৪: রাজ্যে এখনো ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভব হলেও দিন বাড়তেই গরমের উষ্ণতা বাড়ছে। রাজ্যবাসীর মনে তাই প্রশ্ন, কবে শুরু হবে শীতের আসল আমেজ? আলিপুর আবহাওয়া দফতর এ বিষয়ে আশার আলো দেখিয়েছে। তারা জানিয়েছে, নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্যের সর্বত্র শীতের পরশ পাওয়া যাবে। পাশাপাশি বঙ্গোপসাগরে আবার নিম্নচাপ তৈরির আশঙ্কাও প্রকাশ করেছে হাওয়া অফিস। তবে রাজ্যে এই নিম্নচাপের সরাসরি প্রভাব পড়ার সম্ভাবনা নেই।
নভেম্বরের মাঝামাঝি থেকেই শীতের প্রবেশের আভাস
আবহাওয়া দফতর জানাচ্ছে, নভেম্বরের মাঝামাঝি সময় থেকেই রাজ্যে আবহাওয়ার গতি প্রকৃতিতে বড় ধরনের পরিবর্তন আসবে। সে সময় উত্তুরে ঠান্ডা হাওয়া রাজ্যে প্রবেশ করবে, যার ফলে পারদও নামবে বেশ কিছুটা। বিশেষ করে রাজ্যের পশ্চিমের জেলা গুলিতে অন্যান্য জেলার তুলনায় তাপমাত্রা তুলনামূলক কমে যাওয়ার সম্ভাবনা।
অন্যদিকে, বঙ্গোপসাগরের দক্ষিণ-পশ্চিমে ঘূর্ণাবর্ত রয়েছে, যা শনিবারের মধ্যে নিম্নচাপে পরিণত হতে পারে বলে জানিয়েছে হাওয়া অফিস। এই নিম্নচাপ তামিলনাড়ু ও অন্ধ্রপ্রদেশ উপকূলে প্রভাব ফেলবে বলে ধারণা করা হচ্ছে। তামিলনাড়ু এবং পুদুচেরি অঞ্চলে এর ফলে ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। তবে রাজ্যে এই নিম্নচাপের কোনও উল্লেখযোগ্য প্রভাব পড়বে না।
দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাস
শনিবার দক্ষিণবঙ্গের সমস্ত জেলা শুষ্ক থাকবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সকালে হালকা কুয়াশা বা ধোঁয়াশার সম্ভাবনা রয়েছে, তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কিছু অঞ্চলে আংশিক মেঘাচ্ছন্ন আকাশও দেখা যেতে পারে। দক্ষিণবঙ্গের কোনও জেলায় বৃষ্টির সম্ভাবনা নেই। রবিবার জগদ্ধাত্রী পুজোর নবমী উপলক্ষে আবহাওয়া মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং সোমবার উপকূলবর্তী অঞ্চল, বিশেষত পূর্ব মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনার কিছু জায়গায় হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতায় আকাশ পরিষ্কার থাকবে, তবে সকালের দিকে হালকা কুয়াশা বা ধোঁয়াশা দেখা দিতে পারে।
উত্তরবঙ্গের পূর্বাভাস
উত্তরবঙ্গের আবহাওয়া আপাতত শুষ্ক থাকবে। তবে দার্জিলিং এবং কালিম্পংয়ের পার্বত্য অঞ্চলে সামান্য বৃষ্টির সম্ভাবনা রয়েছে। মঙ্গলবার থেকে এই দুই জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা আরও বাড়বে বলে জানা গেছে। জলপাইগুড়ি জেলায়ও বিক্ষিপ্তভাবে বৃষ্টির দেখা মিলতে পারে। তবে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলিতে বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।
পরিশেষে, নভেম্বরের মাঝামাঝি থেকেই রাজ্য জুড়ে শীতের আমেজ পাওয়ার সম্ভাবনা থাকলেও এখনই তা পুরোপুরি অনুভব করা যাবে না।