বিধি সম্মত নিয়ম মেনেই নাকি রাজ্যের সরকারী হাসপাতালে আয়াকর্মী নিয়োগ হয়ে থাকে, অথচ সরকারী ভাবে তাঁদের কোন স্বীকৃতি নেই, নেই সরকারী কর্মীর পরিচয়। সেই সব দাবী নিয়েই কলকাতা হাইকোর্ট এ মামলা হলেও, মহামান্য প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ সেই মামলা খারিজ করে দিয়েছিলেন। এবার সেই মামলা সংক্রান্ত বিষয়ে সমাজসংস্কারক রাজীব সরকারের হাতে এলো আয়াকর্মী দের নিয়োগ সংক্রান্ত অকল্পনীয় সব নথি… সেই সব তথ্যের ভিত্তিতে আবারও কলকাতা হাইকোর্ট এ রাজ্যের আয়াকর্মীদের স্বীকৃতির দাবিতে সমাজ সংস্কারক রাজীব সরকার নতুন করে লড়াই শুরু করলেন।
একমাত্র আমরাই প্রথম আপনাদের সামনে তুলে ধরেছিলাম আর জি কর হাসপাতালের আয়াকর্মী দের স্বীকৃতির দাবীর কথা। তখনও আর জি কর হাসপাতালে “অভয়া” কর্মরত ছিলেন। তার কিছুদিন পরেই ঘটে সেই নির্মম পৈশাচিক দুর্ঘটনা। যার পরেই আর জি কর হাসপাতাল কে ঘিরে দেশ জুড়ে প্রতিবাদ শুরু হয়। কিন্তু শুধুমাত্র আর জি কর হাসপাতালেরই নয়, রাজ্যের প্রতিটি সরকারী হাসপাতালের আয়াকর্মী দের একই স্বীকৃতির দাবী। কি ছিলো তাঁদের দাবী?? রইলো সেই সাক্ষাৎকারের ভিডিও
এরপরেই সমাজ সংস্কারক রাজীব সরকারের উদ্যোগে কলকাতা হইকোর্ট এ আইনজীবী অমৃতম মন্ডল, অরিন্দম সামন্ত ও আইনজীবী রাজদীপ মজুমদার আয়াকর্মীদের হয়ে সওয়াল করেন কিন্তু মহামান্য বিচারপতি উপযুক্ত প্রমানাদির অভাবে মামলাটিকে খারিজ করেদেন। কিন্তু আজ আবার নতুন করে রাজ্যের সরকারী হাসপাতালের আয়াকর্মী দের তরফ থেকে প্রতিনিধিরা এসে দেখা করেন সমাজ সংস্কারক রাজীব সরকার ও আইনজীবী রাজদীপ মজুমদারের সাথে।
জানা যাচ্ছে,আগত প্রতিনিধিরা দিয়ে গেছেন বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য প্রমানাদি যা আয়াকর্মীদের আইনি স্বীকৃতি আদায়ের জন্যে উপযুক্ত। এ বিষয়ে সরকারী হাসপাতালের প্রতিনিধিদের প্রশ্ন করলে তারা আমাদের ক্যামেরার সামনে মুখ খুলতে চাননি কিন্তু আইনজীবী রাজদীপ মজুমদার আমাদের জানালেন নতুন করে আবারও আয়াকর্মী দের স্বীকৃতি পাওয়ার মামলা শুরু হতে চলেছে সেই বিষয়ে।