রাজ্যে আবার নতুন করে শুরু হয়েছে ভেজাল বা নকল প্রসাধনী দ্রব্যের ব্যাবসা। রাজ্যে ৮০ থেকে ৯০ এর দশকে বেশ ভালো রকম ভাবেই ছড়িয়ে পড়েছিল এই জাল বা নকল বেবী ফুড, ভোজ্যতেল, প্রসাধনী ইত্যাদি নানান জিনিসের ব্যাবসা রমরমিয়ে বেড়েছিল। পরবর্তীকালে পুলিশ ও প্রশাসনের ধর পাকড় শুরু হওয়ায় তা বন্ধ হয়েযায়। কিন্তু শহরাঞ্চল ছাড়িয়ে সীমান্ত লাগোয়া গ্রামগঞ্জে এখনো এই কারবার চলছে।
বুধবার বিকেল নাগাদ গোপন খবরের ভিত্তিতে সামসেরগঞ্জের নতুন ডাকবাংলো এলাকায় একটি দোকানে হানা দিয়ে বিপুল পরিমাণ জ্যাক, নিহার, বডি অয়েল সহ নামি দামি কোম্পানির বিপুল পরিমাণ ডুপ্লিকেট তেল এবং অন্যান্য সামগ্রী সহ গ্রেপ্তার এক ব্যক্তি।ধৃত ব্যাক্তির নাম ইউনুস।
বাড়ি সামসেরগঞ্জের কোহেতপুর।ধৃত ব্যক্তিকে আজ পুলিশি হেফাজত চেয়ে জঙ্গিপুর আদালতে তোলা হবে।এই ডুপ্লিকেট তেল ব্যাবসা কতদিন ধরে চলছিল এই ব্যাবসার সঙ্গে আরো কেই যুক্ত আছেকিনা পুরো বিষয়টি খতিয়ে দেখছে সামসেরগঞ্জ থানার পুলিশ।