অম্বিকা কুন্ডু, কলকাতা
রাজ্যজুড়ে চলছে আন্দোলন। গত ৪ঠা সেপ্টেম্বর গোটা রাজ্য জুড়ে চলছিল রাত দখল কর্মসূচি। বারাসাতে রাত দখল কর্মসূচির সময় ১৮ জন আন্দোলনকারী কে অ্যারেস্ট করে বারাসাত পুলিশ। এবং ওই ১৮ জন আন্দোলনকারীর বিরুদ্ধে ননবেলেবেল চার্জেস জারি করে।
আন্দোলনকারীরা বলেন পুলিশ মায়েদের সামনে তাদের সন্তানদের ওপর লাঠিচার্জ করে।
আন্দোলনকারীদের দাবি আর জি কর ঘটনার বিরুদ্ধে আন্দোলন করলে পুলিশ সক্রিয় ভূমিকা পালন করছে। কিন্তু যখন আর জি কর এর ভিতর রাজ্য বাসির বোন তিলোত্তমার উপর পশু সুলভ আচরণ করে তাকে হত্যা করা হলো সেই সময় কোথায় ছিল পুলিশ?
আন্দোলনকারীরা আরো জানায় পুলিশ যতদিন না বুঝবে তারা রাজ্যের তথা দেশের রক্ষক ততদিন এই আন্দোলন থামবে না।