পূর্ব মেদিনীপুর:– পূর্ব মেদিনীপুর রাজ্যের কারামন্ত্রী অখিল গিরি-র বিধানসভা এলাকার থেকে তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ ৫০০ পরিবারের, জানিয়ে ইতিমধ্যেই অস্বস্তিতে তৃণমূল। পঞ্চায়েত ভোটকে পাখির চোখ করে বিজেপির রণকৌশল এগিয়ে যাচ্ছে তাতে তৃণমূল দিনে দিনে কোণঠাসা হয়ে যাচ্ছে। তার ছবি মঙ্গলবার দেখা গেল তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান নিয়ে। যত পঞ্চায়েত ভোট এগিয়ে আসবে তত তৃণমূল একে একে পঞ্চায়েত শূন্য হওয়ার পরিস্থিতি তৈরি হবে, ভয়-ভীতি ও পুলিশের ভয় দেখিয়ে কোন প্রকার বিজেপিকে রাখা যাবে না এমন টাই জানালেন তৃণমূল ছেড়ে আসা বিজেপিতে যোগ দান করা মনোজিৎ মান্না।

সংবাদ ও রাজনীতি
“জয় বাংলা’ কাঁপাবে দিল্লি, ২০২৬-র পর বিজেপিকে বলাব ‘জয় বাংলা’: ধর্মতলায় হুঁশিয়ারি অভিষেকের”
২১ জুলাই শহিদ দিবসের মঞ্চ থেকে বিস্ফোরক ভাষণে বিজেপিকে আক্রমণ করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বললেন, বাংলার সংস্কৃতিকে যারা তাচ্ছিল্য করে, তাদের জবাব ২০২৬-এর নির্বাচনে মিলবে। দিল্লি কাঁপাতে ‘জয় বাংলা’র ডাক, হুঁশিয়ারি পদ্মফুল উপড়ে ফেলারও।