পূর্ব মেদিনীপুরের কোলাঘাট ব্লকের অন্তর্গত খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের খন্যাডিহি গ্রামের একটি পাড়ায় গতকাল সন্ধ্যায় পঞ্চায়েতের পক্ষ থেকে রাস্তা তৈরীর একটি ডিসপ্লে বোর্ড লাগানোর পর থেকেই এলাকায় ব্যাপক চাঞ্চল্য এবং ক্ষোভপ্রকাশ শুরু হয় গ্রামবাসীদের মধ্যে।ডিসপ্লে বোর্ডে উল্লেখ আছে খন্যাডিহি গ্রামের ঐ পাড়ায় মোরাম রাস্তার কাজ হয়েছে গত ৬ থেকে ৯ ই ফেব্রুয়ারী।পঞ্চায়েতের ওন ফান্ড থেকে ৬০ হাজার টাকা ব্যয়ে রাস্তা নির্মিত হয়েছে।অথচ গ্রামবাসীদের অভিযোগ বিগত ১৫ বছরে ওই রাস্তার কোন কাজই হয়নি।এমমুঠো মোরামও পড়েনি।গ্রামের সিপিআই এমের পঞ্চায়েত সদস্য নির্মল জানস জানান,তাঁর কাছে কোন তথ্যই নেই রাস্তা হওয়ার। কোন কাজে তৃণমূলের পঞ্চায়েত সহযোগিতা করেনা।আর যে তথ্য পঞ্চায়েতের ডিসপ্লেতে দেওয়া আছে তা সম্পূর্ণ ভুল ও মিথ্যা।আর এনিয়েই গ্রামবাসীরা বৃহস্পতিবার দুপুরে বিক্ষোভে সামিল হয়।খন্যাডিহি গ্রাম পঞ্চায়েতের পঞ্চায়েত প্রধান সুপ্রিয়া পাঁজা বিষয়টি সংবাদনাধ্যমে শুনে তদন্তের আশ্বাস দিয়েছেন। সবমিলিয়ে রাস্তার কাজ না হয়েও বোর্ড লাগানোকে কেন্দ্র করে ব্যপক ক্ষোভের সৃষ্টি হয়েছে খন্যাডিহি গ্রামে।