Home » শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবেনা ছাত্র-ছাত্রীদের – শিক্ষা দফতরের নির্দেশিকা জারি।

শারীরিক ও মানসিক শাস্তি দেওয়া যাবেনা ছাত্র-ছাত্রীদের – শিক্ষা দফতরের নির্দেশিকা জারি।

আগামী ২৭শে আগস্ট, অখিল ভারতীয় বিদ্যারর্থী পরিষদের ডাকে, আর জি কর হাসপাতালে মহিলা চিকিৎসকের ধর্ষণ ও খুনের প্রতিবাদে নবান্ন অভিযান। ভারতীয় জনতা পার্টি ও বিজেপি সমর্থত ছাত্র সংগঠন এ বি ভি পি প্রতিবাদ স্বরূপ মাননীয়া মুখ্যমন্ত্রীর পদত্যাগ দাবী করছেন।

এর আগেও বিজেপি বা বিজেপি অনুগামীদের ডাকা নবান্ন অভিযান কখনোই শান্তিপূর্ণ ছিলোনা। আবারও, আগামী ২৭শে আগস্ট কলকাতার রাজপথ অবরুদ্ধ হতে চলেছে। ইতিমধ্যেই রাজ্য সরকার এ বি ভি পি -র ডাকা নবান্ন অভিযান কে অনুমোদন দেননি। এরই মধ্যে আজ শিক্ষা দফতর, বিকাশ ভবন থেকে জারি হলো এক নির্দেশিকা।

নির্দেশিকায় পরিষ্কার উল্লেখ করা হয়েছে, ছাত্র-ছাত্রীদের ওপর কোন ভাবেই শাস্তি সরূপ শারীরিক বা মানসিক নিগ্রহ করা যাবে না এবং একই সাথে ছাত্র-ছাত্রীরা যাতে কোন ভাবে রাজনৈতিক কার্যকপলাপে যুক্ত না হয় সেদিকে নজর রাখতে হবে।।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!