কুশল দাশগুপ্ত : শান্তিপূর্ণভাবে নির্বাচন করাতে জলপাইগুড়িতে পৌঁছল ১ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী।আজ সকালেই পৌছে যায় এক কোম্পানী কেন্দ্রীয় বাহিনী। আজ থেকেই রুট মার্চ করবে তারা জানা গেছে কেন্দ্রীয় বাহিনীর তরফ থেকে। নির্বাচনের দু সপ্তাহ আগেই জলপাইগুড়িতে পৌছে আজ থেকেই রুট মার্চ করা শুরু করে দিল কেন্দ্রীয় বাহিনী। জানা গেছে পঞ্চায়েত নির্বাচনের দিন ঘোষনা হয়ে যাবার পরের থেকেই বিক্ষিপ্ত অশান্তি এবং ঝামেলার সৃষ্টি হয়েছে সারা বাংলা জুড়ে।
জলপাইগুড়িতেও ছোটখাট ঘটনা নিয়ে অশান্তি এবং ঝামেলা হয়েই চলেছে। যত ভোটের দিন আসছে ঝামেলা বেড়ে যাবার সম্ভাবনা থাকছে বলে মনে করছে নির্বাচন কমিশন।ঠিক সেই কারনেই জলপাইগুড়িতে দু সপ্তাহ আগের থেকেই কেন্দ্রীয় বাহিনী চলে আসছে।আজ বিকেল থেকেই জলপাইগুড়ির বিভিন্ন এলাকায় কেন্দ্রীয় বাহিনী রুট মার্চ শুরু করে দেবে বলে জানা গেছে।
শুধু তাই নয় নির্বাচনের আগে জলপাইগুড়ির কিছু কিছু জায়গায় 144ধারা জারি করা হতে পারে বলে জানা গেছে। স্পর্শকাতর এলাকায় আজ সন্ধ্যা থেকেই টহল দিতে আরম্ভ করবে কেন্দ্রীয় বাহিনী। তবে জানা গেছে আপাতত জনগনের উপরে কোন রকমের বিধিনিষেধ আরোপ করা হবে না। তবে নির্বাচনের আগে যতটা পারা যায় সাবধানতা অবলম্বন করতে চাইছে নির্বাচন কমিশন।এটা বুঝতে পারা যায় আজ কেন্দ্রীয় বাহিনী র আসবার খবরে।