গত কাল থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে বৃষ্টি শীতের শুরুতে বর্ষার আমেজ।রবিবারের পর ফের নামবে তাপমাত্রা। বড়দিনে আগে শীতের আমেজ ফিরবে বলেই মনে করছেন আবহাওয়া দফতর। শুক্রবার থেকে দক্ষিণবঙ্গে মেঘলা আকাশ।
আজ কলকাতা, হাওড়া, হুগলি-সহ দক্ষিণবঙ্গের ৮ জেলায় দিনভর হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা। আজ কলকাতার তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াস। বৃষ্টি হবে ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায়। উত্তরবঙ্গেও দার্জিলিং ও কালিম্পঙে হালকা বৃষ্টি হবে। সঙ্গে এই দুই জেলায় উঁচু পার্বত্য এলাকায় তুষারপাতেরও সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দফতর জানিয়েছে, সুস্পষ্ট নিম্নচাপ দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে শক্তি বাড়িয়ে গভীর নিম্নচাপে পরিণত হবে। উত্তর ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে এটি দক্ষিণ অন্ধ্রপ্রদেশ উপকূলে অবস্থান করবে। উত্তর-পশ্চিম ভারতে নতুন করে পশ্চিমী ঝঞ্ঝা তৈরি হওয়ায় এই অকাল বৃষ্টি।
written by: