স্বর্ণালী পাত্র,কলকাতা : জনপ্রিয় অভিনেত্রী মৌসুমী চ্যাটার্জি অর্থাৎ আমাদের সকলের পরিচিত “বালিকা বধূ” আজ ৭৫- এ পা রাখলেন। তার জন্যে রইলো অনেক শুভেচ্ছা ও শুভ কামনা।
১৯৪৮ সালের ২৬ শে এপ্রিল জন্মগ্রহণ করেন তিনি। আসল নাম ইন্দিরা চট্টোপাধ্যায়। মাত্র ১৬ বছর বয়সে তরুণ মজুমদার পরিচালিত “বালিকা বধূ” – তে অভিনয়ের মাধ্যমে তার চলচ্চিত্রে অভিষেক ঘটে।
কেবল টেলিভিশনের পর্দায় নয়,আসল জীবনেও কম বয়সে তার বিয়ে হয়ে যায়,হেমন্ত কুমার মুখোপাধ্যায়ের পুত্র জয়ন্ত মুখোপাধ্যায়ের সাথে।তারপর ১৯৭২ সালে বিনোদ মেহরার সঙ্গে “অনুরাগ” ছবির মাধ্যমে বলিউডে পা রাখেন মৌসুমী।
ছবির পরিচালক ছিলেন শক্তি সামন্ত। যা ব্লকবাস্টার হিট হয় এবং এর জন্যে তিনি সেরা অভিনেত্রীর পুরস্কার পান। তিনি রাজেশ খান্না, শশী কাপুর, জিতেন্দ্র,সঞ্জীব কুমার,বিনোদ মেহরা,অমিতাভ বচ্চন – এর মত অভিনেতাদের সাথে কাজ করেছেন।একই সাথে বলিউড এবং টলিউড এ চলতে থাকে তার অবাধ যাওয়া আসা।
ছবি করা অনেকটাই কমিয়ে দিয়েছিলেন মৌসুমী। তবে ভালো চরিত্রের প্রতি তিনি সব সময় সুবিচার করেছেন। তাই “জাপানিজ ওয়াইফ” এবং “গয়নার বাক্স” তে তাকে দেখা যায়।
২০১৯ সালে মেয়ে পায়েলের মৃত্যুর পর নিজেকে গুটিয়ে নেন অভিনেত্রী। তাকে শেষ বারের মত দীপিকা পাডুকোন অভিনীত “পিকু” সিনেমায় দেখা গেছে। যেখানে তিনি দীপিকার মাসির চরিত্রে অভিনয় করেছিলেন ।