এতদিন যেসকল সুন্দরী প্রতিযোগিতা হয়ে এসেছে তা সব কটিই ছিল ফ্যাশন কেন্দ্রীক। নারী সৌন্দর্য্য কে শুধুমাত্র বানিজ্যিকিকরন করার অভিসন্ধি। আর সেখান থেকেই এসেছে নানান বাধা নিষেধের নিয়ম কানুন। সৌন্দর্য্য প্রতিযোগিতা কে বেধে দেওয়া হল সুঠাম গড়ন আর নির্দিষ্ট উচ্চতার মধ্যে। তার সাথে শরীর প্রদর্শন করার নানান অজুহাত। তাই বাদ পড়ে যায় বহু প্রকৃত সুন্দরী নারীরা।
তাই দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলসের এই অনন্য আয়োজন। এখানে বিচারকরা বিচার করবেন শরীরের সাথে হৃদয়ের সৌন্দর্য্য। মন ভালো করার উৎসব শারদ উৎসবেই আমাদের এই শারদ সুন্দরী প্রতিযোগিতা। এখানে বাধা নিষেধ নেই রোগা বা মোটা শরীরের, বাধা নিষেধ নেই শারীরিক উচ্চতা বা বর্নের। এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে পারবেন ( প্রাপ্তবয়স্ক ) বিবাহিত ও অবিবাহিত নারী সকলেই। কলেজ পড়ুয়া থেকে গৃহিনী বা চাকুরীরতা সকলের জন্যই এই আয়োজন।
সকল প্রতিযোগীকেই, আমাদের প্রশিক্ষকরা শেখাবেন ফ্যাশন জগতের নানান আদপ-কায়দা। শেখাবেন র্যাম্পে হাটার দক্ষতা। একদিনের পরিচিতি পর্বের পর, দুদিন থাকবে এই প্রশিক্ষণের সূচি। তারপরেই ঘোষনা হবে সেমিফাইনাল রাউন্ড, যেখান থেকে আমরা বেছে নেব দুটি বিভাগ ( অবিবাহিত ও বিবাহিত ) থেকেই ১০ জন করে ফাইনাল এর জন্য। মূল অনুষ্ঠানের ফাইনাল হবে মহালয়ার সন্ধ্যায়। বিচারকের আসনে থাকবেন সমাজের বিখ্যাত ব্যাক্তিত্বরা।
বিচারকের আসনে থাকবেন – নারায়না মাল্টিস্পেসালিটি হসপিটালের, পুষ্টি বিশেষজ্ঞ – শ্রীমতী রাখি চট্টোপাধ্যায়। যিনি পরামর্শ দেবেন বর্তমান ব্যাস্ততম জীবনে কিভাবে সঠিক পুষ্টিকর আহার প্রয়োজন সেই বিষয়ে।
থাকবেন বিশিষ্ট লেখিকা – শ্রীমতী বৈশালী দাশগুপ্ত নন্দী। যার লেখা গল্প শুধু আমরা পড়িনা, শুনতেও পাই রেডিও মির্চির গল্পের আসরে।
থাকবেন বিশিষ্ট আইনজীবী – শ্রীমতী মিতা বন্দোপাধ্যায় ( কোলকাতা হাই কোর্ট )
থাকবেন লেখিকা, গবেশক ও স্বল্প দৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাতা – শ্রীমতী রুপালি সরকার।
থাকবেন চিত্র পরিচালক – উজ্বল বসু (দুধ পিঠের গাছ )
প্রশিক্ষক হিসাবে থাকবেন কলকাতা ফ্যাশন জগতের পেশাদার প্রশিক্ষক ও ফ্যাশন ফটোগ্রাফির দায়িত্বে থাকবেন আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন ফটোগ্রাফাররা। সব মিলিয়ে শারদ সুন্দরী হতে চলেছে একেবারেই অন্য রকমের অনুষ্ঠান যা কোলকাতায় আগে কখনও হয়নি।
সব থেকে আকর্ষণীয় বিষয়, বিজয়ীদের শুধুমাত্র পুরস্কৃত করা হবে না, তাদের দেওয়া হবে কলকাতার বিজ্ঞাপন, ফ্যাশন ও বিনোদন জগতে কাজের সুযোগ।
তাই যারা এখনো নাম নথিভুক্ত করেননি বা এই অনুষ্ঠানে অংশগ্রহন করতে চান তারা যোগাযোগ করুন – 7603043747