শোভন মল্লিক , কলকাতা: কিছুদিন আগেই তিনি জনপ্রিয় ধারাবাহিক গাঁটছড়া থেকে সরে এসেছেন। তারপর থেকে বেশ উদাস গাঁটছড়া প্রেমীরা। কারণ গাঁটছড়া তে মূল আকর্ষণ ছিল শোলাঙ্কিই। তিনি জানিয়েও ছিলেন এই মুহূর্তে কাজ থেকে বিরতি নেবেন অসুস্থতার কারণে। তাকে আবার কবে দেখা যাবে সেই নিয়ে কোন নিশ্চিত খবর ছিল না।


বেশ কিছুদিন আগেই তার ভ্রমণের ছবি দেখা গিয়েছে সোশ্যাল মিডিয়াতে । সে ছুটি ভালোই কাটাচ্ছে সে নিয়ে কোন সন্দেহ নেই । এখন শুধু তার নিজের জন্য নিজের সময় দেওয়ার পালা। তবে দর্শকমহলকেও উদাস রাখেনি শোলাঙ্কি। এক গণমাধ্যম সূত্রে জানা গিয়েছে,খুব অল্প দিনের মধ্যেই আবার কাজের বিরতি শেষ করে ফিরছেন দর্শকদের কাছে ।


অনেকেই মনে করছেন শোলাঙ্কিকে আবার দেখা যাবে গাঁটছড়াতে। তবে এইসব জল্পনায় জল ঢেলে শোলাঙ্কি জানালেন। তিনি এই মুহূর্তে টিভির পর্দায় আসছেন না । এই মুহূর্তে তিনি ৩৬৫ দিন কাজ করবার মতো অবস্থাতে নেই। এখন আপাতত তাকে শুধু দেখা যাবে ওটিটি তে।খুব শীঘ্রই তিনি আবার কাজে ফিরছেন ওটিটি এর মাধ্যমে। তবে এই খবরে নিরাশ ড্রয়িং রুমের দর্শকেরা।