শীতের শহরে আসছে অভিনেত্রী ও পরিচালক মানসী সিনহা পরিচালিত দ্বিতীয় সিনেমা ‘৫ নম্বর স্বপ্নময় লেন’। প্রথম সিনেমা ‘এটা আমাদের গল্প’-এর সাফল্যের পর এবার আরও একবার সম্পর্কের টানাপোড়েনের গল্প দর্শকদের সামনে আনতে চলেছেন তিনি। এই সিনেমাটি পৈতৃক ভিটে পুনরুদ্ধারের জন্য দুই তুতো ভাইয়ের আবেগপূর্ণ যাত্রার গল্প নিয়ে আবর্তিত। শাশ্বত-অপরাজিতা জুটির অভিনয়ে প্রথম সিনেমা দিয়ে প্রায় ২ কোটি টাকার ব্যবসা করেছিলেন মানসী। এবার নতুন গল্পের আবহে তৈরি হয়েছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।
এই ছবির কাস্টিংও চমকপ্রদ। খরাজ মুখোপাধ্যায়, অপরাজিতা আঢ্য, চন্দন সেন, অর্জুন চক্রবর্তী, অন্বেষা হাজরা, পায়েল মুখোপাধ্যায়, সায়ন সূর্য, এবং ফাল্গুনী চট্টোপাধ্যায়ের মতো মেধাবী অভিনেতারা বিভিন্ন চরিত্রে দেখা দেবেন। সদ্য এই সিনেমার চরিত্রদের লুক প্রকাশ্যে এসেছে।
পরিচালক মানসী সিনহা এই সিনেমা প্রসঙ্গে বলেন, “গল্পই আমার কাছে সবচেয়ে বড় নায়ক বা নায়িকা। দর্শকরা আজও ভালো গল্প দেখতে চায়। ‘এটা আমাদের গল্প’ দিয়ে প্রমাণ পেয়েছি যে, একটি আকর্ষণীয় গল্পই দর্শকদের হলমুখী করতে পারে। আশা করি ‘৫ নম্বর স্বপ্নময় লেন’ও তাদের ভালোবাসা পাবে।”
এই সিনেমার প্রযোজনা করছেন শুভঙ্কর মিত্রর প্রযোজনা সংস্থা ধাগা। উল্লেখযোগ্যভাবে, এই নিয়ে দ্বিতীয়বার মানসী সিনহার সঙ্গে কাজ করছেন অভিনেত্রী অপরাজিতা আঢ্য। তিনি বলেন, “আজকের ব্যস্ত সময়ে আমরা সকলেই ব্যক্তিগত সাফল্যের জন্য এত ব্যস্ত হয়ে পড়ছি যে পরিবার ও সম্পর্কের প্রতি অবহেলা করছি। এই সিনেমার মাধ্যমে আমরা সেই সম্পর্কের মাধুর্য ও একাত্মবোধের গুরুত্বকে তুলে ধরার চেষ্টা করছি।”
এই ছবির চিত্রনাট্য লিখেছেন দেবপ্রতীম দাশগুপ্ত (তাজু), সিনেমাটোগ্রাফির দায়িত্ব সামলেছেন সৌভিক বসু এবং সংগীত পরিচালনা করেছেন জয় সরকার। শীতের শহরে মুক্তি পেতে চলেছে ‘৫ নম্বর স্বপ্নময় লেন’।