এই মুহূর্তে বাংলার আকাশ সত্যি অংশত মেঘলা । সরকারী চাকরী যে সব শিক্ষিত যুবক- যুবতী দের জন্য নির্ধারিত তা অজান্তেই বিক্রি হয়ে যাচ্ছে দালাল চক্রের মাধ্যমে তাও আবার অযোগ্য প্রার্থীদের কাছে। করোনা কালের পর চাকরি থেকে ছাঁটাই হয়ে যাওয়া মানুষরা আজ দিশেহারা। সংসার চালাতে , স্বামী সন্তানের মুখে দুবেলা দুমুঠো তুলে দিতে গিয়ে স্বেচ্ছায় নিষিদ্ধ পল্লী যৌন ব্যাবসায় নেমেছেন বহু গৃহবধূ। অবসর প্রাপ্ত বয়সেও বৃদ্ধ বৃদ্ধা দের রোদে পুড়ে, বৃষ্টি তে ভিজে দরজায় দরজায় ঘুরে ধুপকাঠি বেচতে হচ্ছে । বাজারের নিত্য প্রয়োজনীয় জিনিসের মুল্য বৃদ্ধি ছুঁতে চলেছে আকাশ। অন্যদিকে মধ্যবিত্ত দের আকাশ কেড়ে নিচ্ছে এলাকার শাসক গোষ্ঠীর ক্ষমতা শালী বিল্ডার গোষ্ঠী। পুরানো কলকারখানা শিল্প কে বেচে দিয়ে শিল্প মন্ত্রীর বান্ধবী নামে তৈরি হচ্ছে স্থাবর অস্থাবর সম্পত্তির পাহাড় যা দেখে বাংলার কিশোর কিশোরীরা ভুলতে বসেছে শঙ্করের চাঁদের পাহাড়। বলবত হয়েছে অদৃশ্য ২১শে আইন। উচিত কথা বা সমালোচনা করলেই জোটে পুলিশের লাঠি আর নানান কেসে জড়িয়ে দেবার ভয়।
আজ মলের বাইরে দারিয়ে থাকা সিকিউরিটি গার্ড বা মলের পারকিং লটের ড্রাইভার দের কথা বলার লোক কই ? সেই সব নিম্ন মধ্যবিত্ত পরিবারের মানুষ দের গল্প নিয়েই তৈরি এই বাঙলা ছবি ”আকাশ অংশত মেঘলা” । দক্ষিন কলকাতার সাউথ সিটি মলের আইনক্সে হয়ে গেল এই ছবির প্রিমিয়ার। আশা করি বাংলার প্রতিটি মানুষের মন জয় করবে এই ছবি।
আমরাও আমন্ত্রিত ছিলাম এই প্রিমিয়ারে । উপস্থিত ছিলেন এই ছবির কলা কুশলী রাও। কি জানালেন তারা এই ছবি নিয়ে ………? আপনাদের জন্য রইলো সেই ভিডিও , আর অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেল টি সাবস্ক্রাইব করতে ভুলবেন না ।