প্রতিদিনই বলিউড তারকা সলমন খানকে হুমকির মুখে পড়তে হচ্ছে। কখনো মিথ্যা, কখনো সত্যি হুমকি আসে। এবার ফের সলমনকে হুমকি দিল বিষ্ণোই গ্যাং। তবে এইবার হুমকির ধরণ ভিন্ন। বৃহস্পতিবার রাতের দিকে মুম্বইয়ের ট্রাফিক কন্ট্রোলে পাঠানো বার্তায় দাবি করা হয়েছে, সলমন ও লরেন্স বিষ্ণোইকে নিয়ে লেখা একটি গানে উল্লেখ করা হয়েছে তাদের।
কী আছে এই হুমকির বার্তায়?
পুলিশ সূত্রে খবর, হুমকিতে লেখা আছে, “আগামী এক মাসের মধ্যে সেই গানের লেখককে খুঁজে হত্যা করা হবে। তার পরিণতি এমন হবে যে সে নিজের নামের গান লিখতেও ভয় পাবে।” বার্তায় সলমন খানকে উদ্দেশ্য করে বলা হয়েছে, “তুমি যদি সাহসী হও তবে সেই লেখককে রক্ষা করে দেখাও।”
এই হুমকির ভিত্তিতে মুম্বইয়ের ওরলি থানায় একটি অজ্ঞাতপরিচয় ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ। এছাড়াও যে নম্বর থেকে বার্তাটি এসেছে, তা ট্র্যাক করার চেষ্টা চলছে। তবে পুলিশ এখনো গানের প্রকৃতি বা গীতিকারের পরিচয় সম্পর্কে কোনো তথ্য দেয়নি।
এই হুমকি আসার আগেই কর্নাটকের হাভেরি থেকে ভিখারাম বিষ্ণোই নামক এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রাজস্থানের এই বাসিন্দা শ্রমিক হিসেবে কাজ করতে কর্নাটকে ছিলেন। মুম্বই পুলিশের ট্রাফিক বিভাগের হোয়াটসঅ্যাপ নম্বরে হুমকি-মেসেজ পাঠানোর অভিযোগে তাকে গ্রেফতার করা হয়। সেখানে উল্লেখ ছিল, “৫ কোটি টাকা না দিলে সলমনকে খুন করা হবে।”
মুম্বই পুলিশের এটিএস ও কর্নাটক পুলিশের যৌথ অভিযান শেষে ভিখারামকে মুম্বইয়ে আনা হয়েছে। গত কয়েক সপ্তাহে এই নিয়ে তিনবার প্রাণনাশের হুমকি পেয়েছেন সলমন খান। প্রতিবারই মুম্বই পুলিশের ট্রাফিক কন্ট্রোল রুমে হুমকির বার্তা পাঠানো হয়। কখনো টাকা দাবি, কখনো প্রাণনাশের ইঙ্গিত, সবই উঠে আসে এই বার্তাগুলিতে।
এর আগেও আনমোল বিষ্ণোইয়ের নামে হুমকি বার্তা আসে। সেখানে দাবি করা হয়, ক্ষমা না চাইলে বা পাঁচ কোটি টাকা না দিলে প্রাণনাশের সম্ভাবনা থাকবে। তবে বিষ্ণোই গ্যাংয়ের তরফ থেকে স্পষ্ট জানানো হয়েছে, তারা এই বিষয়টি টাকা দিয়ে মেটানোর পক্ষপাতী নয়।