শিলিগুড়ি থেকে কুশল দাশগুপ্ত : জলপাইগুড়ির চেকেন্দা ভান্ডাড়ী ময়দানের জনসভায় আজ সিপিএম এবং বিজেপীকে একযোগে আক্রমন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তিনি জানালেন সিপিএম রাজ্যে এবং বিজেপী দেশে অস্থিরতার সৃষ্টি করতে চাইছে।
আমাদের দলকে বদনাম করতে কোন কিছুআ বাকি রাখতে চাইছে না বিজেপী। ওদের একটাই কাজ তৃণমূলের বদনাম করা। পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল একেবারেই নিরপেক্ষভাবে প্রচার করছে, অথচ তৃণমূল কর্মীদের গায়ে হাত তোলা হচ্ছে অন্যায়ভাবে। কিন্তুু ওরা ভুলে গেছে তৃণমূলকে জনগন ভালোবাসে তাই জনগনের দলের কোন ক্ষতি কেউ করতে পারবে না। পঞ্চায়েত নির্বাচন ঘোষনা হবার পরে সিপিএম এবং বিজেপী গন্ডোগোল পাকিয়ে তৃণমূলের ঘাড়ে দোষ চাপিয়ে ভোটে জয়লাভ করতে চাইছে।
এইভাবে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না বলে জানান তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো। এদিন জলপাইগুড়িতে এসে সেখানকার তৃণমূল কর্মীদের সাথে কথা বলেন তিনি। জেলা সভাপতি এবং জেলা সম্পাদকের সাথেও কথা বলেন তিনি। তারপরেই সরাসরি ময়দানে চলে যান। এবারে তৃণমূল কংগ্রেস আরো ভালোভাবে জয়লাভ করবে। কারন আমাদের দলটা মানুষের জন্য কাজ করে চলেছে। আর যারা যারা মানুষের সাথে মিলেমিশে কাজ করে তাদের হারানো অসম্ভব। এবারে পঞ্চায়েত নির্বাচন হবে অবাধ এবং শান্তিপূর্ন উপায়ে।
মুখ্যমন্ত্রী আরো জানান অন্যায় করলে কেউ পার পাবে না। আমাদের দলের কর্মীদের মধ্যে কেউ যদি অন্যায় করে থাকে সেও শাস্তি পাবে। মুখ্যমন্ত্রী আরো জানান আমাদের লক্ষ আগামী লোকসভা নির্বাচনে বিজেপীকে পরাস্ত করা।আগামী নির্বাচনে জোট বিজেপীকে ধরাশায়ী করে দেবে বলে দাবী করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। গ্যাসের দাম 300টাকা থেকে 1200টাকায় গিয়ে পৌছে গেছে। আর বিজেপী হিন্দু রাষ্ট্র তৈরী করতে গিয়ে মানুষকে বোকা বানিয়ে যাচ্ছে। আগামী পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল কংগ্রেস প্রার্থীদের ভোট দিয়ে বিপুলভাবে জয়ী করুন। কারন এর পরে লোকসভা নির্বাচন সেখানে বিজেপীকে যেভাবেই হোক হারাতেই হবে।আর সেটাই আমাদের আসল লক্ষ হবে বলে জানান মুখ্যমন্ত্রী।
এদিন মুখ্যমন্ত্রী আসার খবরে জনগনের মধ্যে শোরগোল শুরু হয়ে যায়। প্রচুর মানুষ এদিন মুখ্যমন্ত্রীকে দেখবার জন্য মাঠে পৌছে যান। এদিন সবাইকে বেশীক্ষন অপেক্ষা করবার সূযোগ দেন নি মুখ্যমন্ত্রী। তিনি নিজেই জানান আমাদের লক্ষ নির্বাচনে জয়লাভ করা। আর সেটাই আমাদের একমাত্র উদ্দেশ্য বলে জানান তিনি।
SOURCE : Mamata Banerjee FACEBOOK PAGE