স্বর্ণপদক জয়ী ভারতীয় মহিলা ফ্রিস্টাইল কুস্তিগীর ভিনেস যোগদান করছেন জাতীয় কংগ্রেস দলে। কংগ্রেসের যোগদান করা নিয়ে অনেকদিন ধরেই জল্পনা চলছিল সব জল্পনাকে সঠিক প্রমাণ করে কংগ্রেসে যোগদান করলেন ভিনেস ফোগাট।
भारतीय रेलवे की सेवा मेरे जीवन का एक यादगार और गौरवपूर्ण समय रहा है।
— Vinesh Phogat (@Phogat_Vinesh) September 6, 2024
जीवन के इस मोड़ पर मैंने स्वयं को रेलवे सेवा से पृथक करने का निर्णय लेते हुए अपना त्यागपत्र भारतीय रेलवे के सक्षम अधिकारियों को सौप दिया है। राष्ट्र की सेवा में रेलवे द्वारा मुझे दिये गये इस अवसर के लिए मैं… pic.twitter.com/HasXLH5vBP
অম্বিকা কুন্ডু, কলকাতা
৫৫ গ্রাম সোনা জয়ী গীতা ফোগাট ও ববিতা ফোগাটের খুরতুতো বোন ভিনেস ফোগাট সম্প্রতি তার এক্স হ্যান্ডেলে একটি ছবি আপলোড করেন সেই ছবিটি হল তার রেলের চাকরির পদত্যাগের। এই ছবিটির সঙ্গে একটি ক্যাপশন ও জুড়ে দেন সেটি হল “রেলকে সেবা করাটা আমার জীবনের অন্যতম গর্বের ঘটনা। কিন্তু জীবনের এই পর্যায়ে এসে আমি রেলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিয়েছি। দেশকে সেবা করার যে সুযোগ রেল আমাকে দিয়েছে, তার জন্য আমি কৃতজ্ঞ।”
ছবি আপলোডের পর পরই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন ক্ষার্গের বাসগৃহে একটি বৈঠকে অলিম্পিক পদকজয়ী কুস্তিগীর বাজরাং কুনিয়া এবং ভিনেস ফোগাট পৌঁছয়। সেই বৈঠকে উপস্থিত ছিলেন জাতীয় কংগ্রেসের জেনারেল সেক্রেটারি কে সি বেনু গোপাল। বৈঠক শেষে দুই কুস্তিগীর জাতীয় কংগ্রেসে সরকারি নিয়ম মেনে যোগদান করেন।