পৃথিবীর সব থেকে জনপ্রিয় মেসেজ আদান প্রদান কারী হঠাৎ স্তব্ধ হোয়াটস অ্যাপ পরিসেবা । প্রথমে অনেকেই ঘাবড়ে গিয়েছিলেন যে হয়ত নিজের ফোনেই কোনও সমস্যা দেখা দিয়েছে কিন্তু কিছুক্ষনের মধ্যেই সামাজিক মাধ্যম থেকে জানা গেলো যে গোটা বিশ্ব জুড়েই হোয়াটস অ্যাপ পরিসেবা স্তব্ধ হয়েছে । কালী পুজো বা দীপাবলির পরের দিনই এই ঘটনা ঘটায় অনেকেই নিজ পরিচিত দের মধ্যেয় শুভেচ্ছা বার্তা আদান প্রদান করতে পারছেন না । শুধু তাই না বেশ কিছু তথ্য প্রযুক্তি অফিসের কাজ কর্ম থমকে গেছে এই কারনেই ।
আজ সকাল ১২.৩০ থেকেই এই সমস্যা দেখা দেয় । হোয়াটস অ্যাপ পরিসেবা টি আজ মানুষের কাছে এত টাই বিস্বস্ত যে ৩৩ কোটির বেশি ব্যাবহারকারি প্রথমেই সকলেই ভেবে ছিলেন এটা তাদের স্মার্ট ফোনের সমস্যা বা ইন্টারনেট এর ।
মেটা থেকে জানানো হয়েছে তারা এই সমস্যা জানতে পেরে দ্রুত কাজ শুরু করেছেন যাতে আবার হোয়াটস অ্যাপ পরিসেবা সচল হয় ।
WhatsApp services have been down for the last 30 minutes. pic.twitter.com/9WL4mMFTRO
— ANI (@ANI) October 25, 2022