অনেক অঙ্কন শিল্পী দেখেছেন তাদের ছবি যেমন প্রশংসিত হয়েছে, তেমনি তাদের নাম সারা বিশ্বে সমাদর পেয়েছেন। আর অঙ্কন শিল্পীরা তাদের হাতের ছোঁয়াতে তাদের নানা ছবি, দেশ বিদেশ সব জায়গায়তেই দেখা যায়। স্বভাবতই অঙ্কন শিল্পীরা হাত দিয়ে আঁকেন। কিন্তূ আপনারা দেখে অবাক হবেন কিংবা বিশ্বাস করবেন না, পেট দিয়ে ছবি আঁকছে এক শিল্পী। কথাটা অনেকে শুনে বিশ্বাস করেননি, ওই শিল্পী বিভিন্ন প্রতিযোগিতায় যখন নাম দিয়েছেন তাকে দেখার জন্য এবং বিস্ময় ঘটনার শিল্পীকে চাক্ষুষ দেখার জন্য ভিড় করেছেন। নদীয়া জেলার চাপরা বড় অন্দুলিয়ার বাসিন্দা তুহিন মণ্ডল ছোট থেকে বাবার কাছে তার আঁকা শেখা। তবে সেভাবে কোন শিক্ষক শিক্ষিকার কাছে আঁকা শেখেননি তিনি। নিজের চেষ্টায় পেট দিয়ে আঁকতে আঁকতে নিজের নাম বিশ্বের দরবারে তুলে ধরতেই এমন প্রচেষ্টা। বিভিন্ন টিভি শো থেকে নানা প্রতিযোগিতায় সে সাফল্য অর্জন করেছে। এখন আঁকা কে পেশা হিসেবে ধরে নিয়েছে তুহিন মণ্ডল। যদিও তুহিনের এই প্রচেষ্টাকে কুর্নিশ জানান গোটা চাপড়াবাসী।

Windows Productions-এর “আমার বস” সিনেমার প্রথম গান “বসন্ত ডেকেছে আমাকে” মুক্তি পেলো রঙিন হোলি পার্টির মাধ্যমে
Windows Productions তাদের বহু প্রতীক্ষিত সিনেমা “আমার বস”-এর প্রথম গান “বসন্ত ডেকেছে আমাকে” আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেছে। এই মনোমুগ্ধকর গানটি তারুণ্য, নবজীবন এবং বসন্তের আনন্দকে উদযাপন করে। গানটির উদ্বোধন হয় Soul The Sky Lounge-এ, যেখানে হোলি-থিমযুক্ত পার্টির মাধ্যমে উৎসবমুখর এক পরিবেশ তৈরি করা হয়েছিল। অতিথিদের জন্য ছিল লাইভ চাট কাউন্টার, সুস্বাদু কাবাব, মুচমুচে জিলিপি, এবং রাজস্থানি রাবড়ি-ঠান্ডাই, যা পুরো অনুষ্ঠানে উষ্ণতা, উদ্দীপনা ও উৎসবের আবহ সৃষ্টি করেছিল।