পর্ণা চ্যাটার্জী, কলকাতাঃ স্যামনেই ২১ শে জুলাই। সব জায়গাতেই শুরু হয়ে গেছে শেষ মুহূর্তের প্রস্তুতি। বেশ কিছুদিন ধরে আকাশের যা অবস্থা তাই নিয়ে দুশ্চিন্তা রয়েছে সকলেরই। কেমন থাকবে ২১ শে জুলাই এর আবহাওয়া। বৃষ্টি কি সব টা পণ্ড করে দেবে? তার উত্তর দিল আবহাওয়া অফিস। চলতি সপ্তাহে আকাশ মেঘাচ্ছন্নই থাকবে বলে জানাচ্ছে আওহাওয়া দপ্তর।
বেশ কিছু দিন ধরে আকাশ মেঘলা। মাঝে মধ্যেই বৃষ্টি শুরু হচ্ছে শহরে এবং জেলায় জেলায়। তবে চলতি সপ্তাহে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানাচ্ছে তারা। তবে শুক্রবার অর্থাৎ ২১ শে জুলাই বাড়তে পারে বৃষ্টি। তবে আগামী ২৪ ঘণ্টা বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।
আবহাওয়া দপ্তর সুত্রে জানানো হয়েছে আগামী ২৪ ঘণ্টা উত্তর বঙ্গের জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ২৪ ঘণ্টা পর থেকে বৃষ্টির পরিমাণ কমবে বলেই জানাচ্ছে তারা। তবে আকাশ মেঘাচ্ছন্নই থাকবে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণও থাকবে বেশি, তাই অস্বস্তির কারণ থেকেই যাব। তবে শুক্রবার থেকেই বৃষ্টি বাড়ার সম্ভাবনা তৈরি হয়েছে। এছাড়া আপাতত আবহাওয়ার পরিবর্তনের কোনও খবর নেই।
পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিবর্তনের খবর না থাকলেও ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে ভারতের বেশির ভাগ জেলাতেই। উত্তর ভারত এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলিতে অতিভারী বৃষ্টিপাত দেখা যাবে বলে জানাচ্ছে আবহাওয়া দপ্তর। মধ্য ভারতে চলতি সপ্তাহে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।