পর্ণা চ্যাটার্জী, কলকাতা: আগামী 19 শে মে শুক্রবার সন্ধ্যা 6 টা থেকে কলা মন্দিরে আয়োজিত হতে চলেছে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান। একাল সেকাল মিলিয়ে এই অনুষ্ঠান হতে চলেছে খুবই আকর্ষণীয়। উপস্থিত থাকবেন বিখ্যাত আবৃত্তি শিল্পী ব্রততী বন্দ্যোপাধ্যায় এবং স্বনামধন্য গায়ক রাঘব চট্টোপাধ্যায়। অনুষ্ঠানটির শুরুতেই রয়েছে ব্রততী বন্দোপাধ্যায়ের একটি বিশেষ উপস্থাপনা। অনুষ্ঠানটির মূল উদ্যোক্তা ব্যবসায়ী চেতন সরকার।
রবি ঠাকুরের কর্ণ কুন্তী সংবাদ একটি যুগান্তকারী সৃষ্টি। মহাভারতের দুই চরিত্র কর্ণ এবং কুন্তী। তাদের মধ্যকার গোপন কথোপকথন এ লেখার মূল উপজীব্য। এই মহান সৃষ্টি উপস্থাপনা করা হবে এই দিন। কুন্তীর চরিত্রে দেখা যাবে ব্রততী বন্দ্যোপাধ্যায় কে। এতদিনকার শিল্পী জীবনে তিনি মোটে একটি বার এই লেখাটি স্টেজে পাঠ করেছেন। সেই সময়ে তার সাথে কর্ণের ভূমিকায় ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়। আজ তিনি প্রয়াত। তার প্রয়াণে পর ব্রততী বন্দ্যোপাধ্যায় প্রথমবার মঞ্চে এটি উপস্থাপন করবেন। সে দিক থেকে দেখতে গেলে এই উপস্থাপনাটির একটি বিশেষত্ব রয়েছে।
দ্বিতীয় পর্বে রয়েছে একটি নৃত্যনাট্য দ্রৌপদী। মহাভারতের আরেকটি প্রধান চরিত্র দ্রৌপদী। তাকে ঘিরেই এই নৃত্যনাট্যটি। যদিও মহাভারতের সমকালীন ভাবে নয় সম্পূর্ণ নতুন আঙ্গিকে উপস্থাপিত হবে এই নৃত্যনাট্যটি। আধুনিক যুগের মহিলাদের সঙ্গে তুলনা রেখে তৈরী হয়েছে দ্রৌপদী চরিত্রটি নতুন যুগের কিছু নতুন শিল্পী উপস্থাপন করবে এই নৃত্যনাট্যটি।
শেষ পর্বে রয়েছে বিখ্যাত গায়ক রাঘব চট্টোপাধ্যায়ের গান। রাঘব চট্টোপাধ্যায় এ যুগের এক স্বনামধন্য এবং প্রতিভাবান গায়ক। তিনি প্রায়ই মঞ্চে গান গেয়ে থাকেন। সারা বাংলা জুড়ে তার অগণিত ভক্ত ভিড় করে সেই সব অনুষ্ঠানে তার কন্ঠের টানে।
কর্ণ কুন্তী সংবাদ সেকালের হলেও রবীন্দ্রনাথ ঠাকুর সর্বকালের। দ্রৌপদী নৃত্যনাট্যটি হতে চলেছে একালের মত করে। অথচ কর্ণ কুন্তী এবং দ্রৌপদী মহাভারতের চরিত্র মহাভারত একালের নয়। ব্রততী বন্দ্যোপাধ্যায় আজকের দিনের এক খুবই নামী শিল্পী। রাঘব চট্টোপাধ্যায় ও তাই। অর্থাত সেকাল একাল মিলিয়ে সর্বকালের এক অনুষ্ঠান হতে চলেছে এইদিন।অনুষ্ঠানটি নিয়ে আশাবাদী কলাকুশলীরা প্রত্যেকে। অনুষ্ঠানটি সাফল্যমন্ডিত হোক এটাই কাম্য।