
গুরু পূর্ণিমা: জ্ঞানের আলোয় উদ্ভাসিত এক পবিত্র দিন
গুরু পূর্ণিমা কেবল ধর্মীয় আচার নয়, বরং এক গভীর মানবিক উপলব্ধি—গুরুর অনুগ্রহে জীবনের অন্ধকার কেটে আসে জ্ঞানের আলো। বেদব্যাসের জন্মতিথি উপলক্ষে পালিত এই দিনে সম্মান জানানো হয় সব ধরনের শিক্ষক ও পথপ্রদর্শককে।