স্বর্ণালী পাত্র, কলকাতা: রিয়ার সাব এবং অভিজয় শর্মা – এর “obsessed” গানে ভিকির নাচ দেখে মুগ্ধ নেটিজেনরা। কয়েকদিন ধরেই সমাজ মাধ্যমে ভিকির এই নাচের ভিডিও হয়েছে ভাইরাল। এই ভিডিওটি দেখে অনুরাগীরা হয়েছেন উৎফুল্ল। তবে ভিডিওটিতে শুধু ভিকি কৌশল না দেখা মেলে নবাব কন্যা সারা আলি খানেরও।
ভিকি কৌশল এবং সারা আলি খান তাদের নতুন সিনেমা “জারা হাটকে জারা বাঁচকে”প্রমোশনের জন্যে গিয়েছিলেন দিল্লি। সেখানেই ভিকি প্রেস মিটে অনুরাগীদের অনুরোধে “obsessed” গানে তার পুরনো একটা নাচের ভিডিও পুনর্গঠন করেন। তিনি স্টেজের সাথে সাথে জয় করে নেন ভক্তদের মন।
ভিডিওটি সমাজ মাধ্যমে আসার পর কমেন্ট বক্স ভরে যায় উচ্ছাস,ভালোবাসা এবং মুগ্ধতায়। এক ভক্ত লেখেন, “এক এইসা পাঞ্জাবি লারকা তো মে ভি ডিজার্ভ করতি হ্ন”। দর্শকদের সাথে মিলে সারা আলি খানও উৎসাহ দিয়েছেন কো-অ্যাক্টর ভিকিকে।
তাদের নতুন ছবি “জারা হাটকে জারা বাঁচকে” মুক্তি পেয়েছে ২জুন,২০২৩ -এ। ছবি প্রসঙ্গে ভিকি বলেন,”এটি একটি সম্পূর্ণ পারিবারিক সিনেমা যা পরিবারের সাথে দেখে সকলেই মজা পাবেন।” লক্ষ্মণ উটেকার পরিচালিত এবং ম্যাডক স্টুডিও প্রযোজিত এই ছবিটিতে কেন্দ্রীয় চরিত্রে রয়েছেন ভিকি কৌশল এবং সারা আলি খান। প্রেক্ষাগৃহে এই ছবিটি বর্তমানে চলছে