সরকারী বা বেসরকারী প্রায় সব ব্যাঙ্কেরই কিছু না কিছু খারাপ দিক আছেই। কোথাও বা ইচ্ছাকৃত ভাবে বেশী টাকার খাতা খোলানোর অভিসন্ধি, আবার কোথাও পরিসেবা এত ধীরগতিতে হয় যে আপনি ব্যাঙ্কের কাজ শেষ করার পর আর অন্য কোন গুরুত্বপূর্ণ কাজ করতেই পারবেন না। আর যদি ব্যাঙ্ক কতৃপক্ষ একবার বলে দেন লিঙ্ক নেই তাহলে তো আর কথাই নেই। কখন লিঙ্ক আসবে তা স্বয়ং ভগবানও জানেন না। ফলত স্বাভাবিক ভাবেই আমরা অনেক সময় ব্যাঙ্কের পরিসেবাতে বেশ অসন্তুষ্ট হয়েই থাকি। কিন্তু এবার সামনে এল প্রায় এক অবিশ্বাস্য ঘটনা। ঘটনাটির ভিডিও ফুটেজ ভাইরাল হয়েছে টুইটারে।
ভিডিও টিতে রয়েছে আরবি সংবাদ সংস্থা আল জাজিরা টিভির লোগো অর্থাৎ এই ঘটনা একেবারেই বাস্তব। তবে কবে কখন আর কোথায় ঘটেছিল তা পরিস্কার উল্লেখ নেই। ভিটিও টিতে পরিস্কার দেখা যাচ্ছে, একজন বোরখা পরিহিত মহিলা, কাউন্টারে পরিসেবায় দেরীর কারনে তার সামনে দাড়ানো দুই অন্য পুরুষ গ্রাহক কে ধাক্কা দিয়ে সরিয়ে দেন তারপর গ্রেনেডের পিন খুলে গ্রেনেডটিকে ব্যাঙ্কের কাউন্টারে ছেড়ে দিয়ে বেরিয়ে যান আর কয়েক সেকেন্ড পরেই সেটি বিস্ফোরণ ঘটে আর তার পরেই অন্ধকার। ঘটনাটি আরব দেশের হতে পারে তবে বিশদ কিছু জানা যায়নি। আপনাদের জন্য রইলো সেই ভিডিও র অসম্পাদিত টুইটার লিঙ্ক।
Woman unsatisfied with her bank decides to leave a grenade inside 😳 pic.twitter.com/DjFonYgvVQ
— CCTV IDIOTS (@cctvidiots) July 3, 2023