হরপা বানে একেবারে বিপর্যয় নেমে এসেছে ভুটান শহরে। এর পাশাপাশি আলিপুরদুয়ার এবং তার আশেপাশের এলাকা জুড়ে ভয়াবহ অবস্থার সৃষ্টি হয়ে আছে। গোটা ভুটান শহরে একেবারেই জলের তলায় চলে গেছে।

গোটা ভুটানের জনজীবন একেবারেই থেমে গেছে। দোকানপাট এবং বাজার একেবারেই বন্ধ। বেশ কিছু এলাকার মানুষ ঘরবাড়ি ছেড়ে একেবারেই রাস্তায় এসে পৌছিয়ে গেছেন।

ইষ্কুল কলেজ অনির্দিষ্ট কালের জন্য বন্ধ করে দিয়েছে ভুটান সরকার। জলের তলায় চলে গেছে ভূটান শহরের তিন তিনটে বাজার। জলের তলায় চলে গেছে বাস ষ্ট্যান্ড এবং মার্কেট।

ভুটান শহরের মুখ্য এলাকা থিংফুর বেশ কয়েকটি অঞ্চল জল জমে যাওয়ায় জনজীবন থমকে গেছে গোটা শহরের মানুষের কাছে। ভুটান এবং তার আশেপাশের বেশ কিছু জায়গা একেবারে জলের তলায় চলে যাওয়ার কারনে বন্ধ বেশকিছু সরকারি অফিসও।

কদিন ধরেই প্রচণ্ডভাবে বৃষ্টির কারনে একেবারেই অন্য চেহারায় ভুটান শহরের মানুষ। বৃষ্টির কারনে জনসেবা বিঘ্নিত হয়েছে ভুটানের সরকারি হাসপাতাল এবং বেসরকারী নার্সিংহোম গুলিতেও।