বিয়ের নাম হলেই মনে হয় অনেক লোকজনের আগমন অতিথিদের আনাগোনা, গান বাজনা, ভুরিভোজ, উপহার সমেত অনেক হইহুল্লর।
আজকে আপনাদের যে বিয়ের কথা বলা হচ্ছে এ কোন মানুষের বিয়ে না , কিন্তু যদি এমন হয়- বিয়েটা হচ্ছে দুটো ব্যাঙের! শুনে অনেকেই অবাক হতে পারেন, আপনি ও অবাক হবেন।
ব্যাঙের বিয়ের প্রথা বাস্তবে ভারত ও বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে এই ঘটনাটি ঘটছে কয়েকশ বছর ধরে।
তীব্র দাবদাহ থেকে যখন মানুষ অতিষ্ট হয়ে ওঠে তখন বৃষ্টির জন্য নামাজও পড়া হয় মুসলিম ধর্মাবলম্বীর মধ্যে।
তবে অনেক গ্রাম অঞ্চলের মধ্যে অনা বৃষ্টি হলে ব্যাঙের বিয়ে দেওয়া হয় এমনই প্রথা আছে বলে জানা গেছে। তবে যারা বিজ্ঞানমনস্ক মানুষ, তাদের কাছে এই ব্যাঙের বিয়ে কুসংস্কার ছাড়া আর কিছু নয়। তবে এটি চালু হবার পেছনে অণুপ্রেরণা হিসেবে কাজ করেছিলো অনার্যদের বিশ্বাস।
বর্ষাকাল চলে এসেছে তবে সেভাবে বৃষ্টির দেখা এখনো মেলেনি পশ্চিমবঙ্গের বিভিন্ন অঞ্চলে। বীরভূম জেলার অন্তর্গত নলহাটি এলাকার ১২ নম্বর ওয়ার্ডের মন্ডলপাড়ায় দেখা গেল ব্যাঙের বিয়ে মহা ধুমধামে।
বিয়ের উদ্যোক্তারা জানান বৃষ্টি হচ্ছে না তাই তারা তাঁদের পাড়ার ১০০ টি পরিবার মিলে ব্যাঙের বিয়ের আয়োজন করা হয়েছে। ঠিক যেমন মানুষের বিয়ে হয় সমস্ত রীতিনীতি মেনে ওই ব্যাঙ দুটির বিয়ের আয়োজন করা হয়েছে। এই বিয়েতে খরচ হয়েছে আনুমানিক 12000 টাকা যেটা সকল পরিবার মিলে চাঁদা তুলেছেন তারা।
নাচ গান সহ ভোজ কোন কিছুই খামতি নেই এই বিয়েতে।
মেনুতে আছে মাংস, ডাল, তরকারি, চাটনি সহ মিষ্টি ও দই।
এলাকাবাসীরা এই বিয়েতে মেতে উঠেছে.। উদ্যোক্তারা আরো জানান বিয়ের পর যদি বৃষ্টি হয় তাহলে আরো বেশি আনন্দিত হবে।