Home » ভারতীয় জাদুঘরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলী, আনন্দ গুপ্ত

ভারতীয় জাদুঘরে স্বাধীনতা দিবস উপলক্ষে বিশেষ অনুষ্ঠানে ডোনা গাঙ্গুলী, আনন্দ গুপ্ত

স্বাধীনতা দিবসের প্রাক্কালে কলকাতার ভারতীয় জাদুঘরের আশুতোষ জন্মশতবার্ষিকী হলে অনুষ্ঠিত হলো নৃত্য -গীতি আলেখ্য ‘অমৃতাজ্ঞলি’, ভারতীয় স্বাধীনতার বীরদের স্মরণে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। নৃত্য পরিবেশনে দীক্ষামন্জরী শিল্পীরা,পরিচালনায় বিশিষ্ট ওড়িশি নৃত্য শিল্পী ডোনা গাঙ্গুলি, সঙ্গীতে দক্ষিণায়ন ইউকের ড: আনন্দ গুপ্ত, পাঠে কেতন সেনগুপ্ত। উপস্থিত ছিলেন মিউজিয়ামের ডাইরেক্টর ইনচার্জ অরিজিৎ দত্ত চৌধুরী।

আমার সোনার বাংলা, জননী তোমার করুণ চরণ খানি এর মতো গানে, আবার ডাঃ আনন্দ গুপ্তের কন্ঠে পরিবেশিত চিরসখা হে ছেড়ো না গানে নৃত্য পরিবেশন করেন রঘুনাথ দাস, অন্যদিকে ডোনা গাঙ্গুলী বিশ্ব সাথে যোগে, আজি নুতন রতনে, আমার সোনার বাংলার মতো গানগুলিতে নৃত্য পরিবেশন করেন। এতে রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলামের গানের পাশাপাশি ঋষি অরবিন্দের ১৫০তম জন্মবার্ষিকীর সমাপ্তি উদযাপন করা হয়।

পন্ডিত বিপ্লব মন্ডল, সুব্রত বাবু মুখোপাধ্যায়ের তালবাদ্যে এবং সিন্থেসাইজারে সঙ্গত করেন। ডোনা গাঙ্গুলী জানান, “আমাদের বীরদের স্মরণ করার জন্য আমাদের অবশ্যই এমন একটি শুভ উপলক্ষ উদযাপন করা উচিত যাঁরা আমাদের দেশকে স্বাধীন করেছিলেন।” ডাঃ আনন্দ গুপ্ত বলেন, “এটা খুব ভালো লাগছে যে আমরা এই গুরুত্বপূর্ণ অনুষ্ঠানটি এমন একটি মর্যাদাপূর্ণ স্থানে উদযাপন করতে পারলাম। আমিও মনে করি আমাদের অবশ্যই উচিৎ যাঁরা আমাদের গর্বিত করেছেন, আমাদের স্বাধীন করেছেন, আগামি প্রজন্ম তাঁদের সম্পর্কে জানুক। এজন্য এই ধরনের উদ্যোগ অত্যন্ত প্রয়োজন।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Click to Go Up
error: Content is protected !!