বহুদিন আগে থেকেই কলকাতা তথা পশ্চিমবঙ্গ কেই দেশীয় ও আন্তর্জাতিক অপরাধ চক্রের সেফ করিডোর হিসাবে ব্যাবহার করা হচ্ছে। অন্যরাজ্যে বা অন্যদেশে অপরাধ ঘটিয়ে অপরাধীরা পশ্চিমবঙ্গে এসে নামে বা বেনামে আশ্রয় নেয়। কারন পশ্চিমবঙ্গ থেকে নেপাল হয়ে অন্যত্র গা ঢাকা দেওয়া যেতে পারে খুব সহজেই। কিছুদিন আগেই রাজারহাট নিউ টাউনের একটি আবাসনে পাঞ্জাবের এক কুখ্যাত অপরাধী তার এক সঙ্গীর সাথে ভূয়ো নামে ফ্ল্যাট ভাড়া নিয়ে ছিল। পাঞ্জাব পুলিশের থেকে সুত্র পেয়েই কলকাতা পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স তাদের গ্রেফতার করতে গেলেই, লুকিয়ে থাকা অপরাধীরা তাদের স্বয়ংক্রিয় পিস্তল থেকে গুলি চালাতে শুরু করে। প্রকাশ্য দিবালোকে পুলিশের আথে অপরাধীদের এই গুলি বিনিময় দেখে চমকে গেছিল শহরবাসী কারন এসব কলকাতায় হয়না বললেই চলে।
এবার আরো একজন গ্রেফতার হলেন হুগলীর সিঙ্গুর থেকে। হুগলির গ্রামীন পুলিশের সিঙ্গুর থানার ও মুম্বই পুলিশের যৌথ তদন্তের নেমে গতকাল রাতে সিঙ্গুরের নুতন বাজারের একটি আবাসনের সামনে থেকে কৃষান নাথ -27 নামে এক যুবকে প্রথমে আটক পরে গ্রেফতার করল সিঙ্গুর থানার। আজ সকালে মুম্বইয়ের পুলিশ তাকে গ্রেফতার করে চন্দননগর মহুকুমা আদালতে হাজির করে টানজিট রিমান্ডে মুম্বইয়ে নিয়ে গেল। পুলিশের সূত্রে জানা যায়।এই কৃষান নাথ মুম্বাই থেকে 2 কোটি 62 লক্ষ টাকার মূল্যের সোনা,হিরা,নগদ টাকা নিয়ে পালিয়ে এসে সিঙ্গুর থানার এলাকার নুতন বাজারে একটি আবাসনে বসবাস করছিল।গতকাল মঙ্গলবার রাতে সিঙ্গুর থানার পুলিশ গোপন সূত্রে খবর পেয়ে অভিযুক্ত কে গ্রেফতার করেন। আজ বুধবার তাকে চন্দননগর মহকুমা আদালতে তোলার পর অভিযুক্ত কে মুম্বাইয়ে নিয়ে যাওয়ার হল।হুগলির সিঙ্গুর ও চন্দননগর থেকে প্রবীর বসুর রিপোর্ট।