হাওড়া ও ব্যান্ডেল মেন লাইন শাখার বৈদবাটি ও ভদ্রেশ্বর স্টেশনের মাঝে খুঁড়িগাছিতে হতে চলেছে খুঁড়িগাছি হল্ট রেল স্টেশন।গত কয়েক বছর ধরে ভদ্রেশ্বর ও চাঁপদানি পৌরসভার এলাকার বাসিন্দারা ভারতীয় রেলের আধিকারিকদের কাছে এবং রেল মন্ত্রকের মন্ত্রীর কাছে দাবি করে আসছেন।বৈদবাটি ও ভদ্রেশ্বর স্টেশনের মাঝে খুঁড়িগাছি স্টেশনে।তৎকালীন রেল মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই রেল স্টেশনের করবার জন্য তদারতি করেছিলেন।কোন এক অনিবার্য কারনের জন্য সেই রেল স্টেশন তৈরীর কাজ বন্ধ হয়ে যাওয়ায়।তাতে হতাশ হয়ে পরেন খুড়িগাছির বাসিন্দাদের একাংশ।
এরপর তারাও খুঁড়িগাছি রেল স্টেশন সমিতি সংগঠিত করার পর। স্টেশনের তৈরীর জন্য বিভিন্ন জায়গাতে আবেদন পত্র পৌচ্ছানোর ব্যাবস্থা গ্রহন করেন।অব শেষে তাদের সেই দাবি লোকসভায় দুই সাংসদ লকেট চট্টোপাধ্যায় ও কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি জানিয়েছেন।সেইমত আজ শনিবার সকাল থেকে বিকাল পর্যন্ত ভারতীয় রেলের পূর্বরেল শাখার চারটি দপ্তরের আধিকারিকেরা উপস্থিত হয়ে।
খুড়িগাছির বাসিন্দাদের নিয়ে রেল স্টেশন তৈরীর জন্য পরিকাঠামোর পরিদর্শন করেন।সব ঠিকঠাক থাকলে আগামী বছরের প্রথম দিকে এই নুতন স্টেশনের কাজ শুরু হবার সম্ভাবনাও রয়েছে।এই নুতন স্টেশনে তৈরীর প্রসঙ্গে খুড়িগাছি স্টেশন সমিতির পক্ষ থেকে অভিমুন্য ধোলে এবং পূর্বরেলের উমেশ কুমার জানান।হুগলির ভদ্রেশ্বর ও চাঁপদানির খুড়িগাছি থেকে প্রবীর বসুর রিপোর্ট।