বর্তমানে শাষকদলের অবস্থা বেশ চাপের মধ্যে দিয়েই যাচ্ছে। বিগত বছর ধরে শাষক দলের বেশ বড় নেতাদের কেই ইডি ও সিবিআই গ্রেফতার করেছে নানান দুর্নীতির অভিযোগে। তবুও রাজনীতির মাঠে বেশ দাপটের সাথেই এগিয়ে চলেছে রাজ্যের শাষক দল তৃনমূল কংগ্রেস। রাজ্যের মানুষের মনে জায়গা ধরে রাখতে রাজ্যের শাষকদলের নীতিও ধর্মীয় রাজনীতির দিকেই রয়েগেছে। পুজোর সময় দুর্গাপুজো কমিটি গুলিকে দেওয়া অনুদান নিয়ে কম বিতর্ক তৈরী হয়নি। সেই নিয়েও বেশ বিতর্ক চলেছে হাইকোর্টে। এবার ছটপুজো কে কেন্দ্র করে নতুন ভাবে রাজ্যের শাষক দল এক অভিনব কর্মসূচি পালন করলেন তারকেশ্বরে।
আজ মঙ্গলবার পৌর চেয়ারম্যান উত্তম কুন্ডুর উদ্যোগে ছট পুজো উপাসনার সামগ্রী প্রদান তারকেশ্বরে। আগামী রবিবার হিন্দি ভাষী মানুষদের সবথেকে বড় উৎসব ছট মায়ের পুজো।
এমতাবস্থায় আজ সন্ধ্যায় তারকেশ্বর পৌর চেয়ারম্যান তথা আরামবাগ সাংগঠনিক জেলার তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি উত্তম কুন্ডুর উদ্যোগ তারকেশ্বর স্টেশন সংলগ্ন আমতলা এলাকায় পৌর এলাকা হিন্দি বাসী মানুষদের হাতে ছট উপাসনার সামগ্রী তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসির রাজ্যের সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় সহ এলাকার অন্যান্য নেতৃত্ববৃন্দ সহ এলাকার মানুষ।হুগলির তারকেশ্বর থেকে প্রবীর বসুর রিপোর্ট।