আসন্ন বড়দিন বা ক্রীসমাস। শহর সেজে উঠবে রঙিন আলোয়। আর বড়দিনের আনন্দ কে আরো বেশী উপভোগ করতেই জিও স্টুডিও ও এস বি এফ এন্টারটেইনমেন্ট মুক্তিদিল “কাবুলিওয়ালা”-র নতুন গান “খুশি কি ইদ”। ইন্দ্রদীপ দাশগুপ্তের দুর্দান্ত সঙ্গীত পরিচালনায় ও জাভেদ আলীর সুরেলা কন্ঠে যা হয়ে উঠেছে প্রানবন্ত।
গানের ভিডিও টিতে দেখা যাচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টি সেই রহমত আর মিনির মধ্যে সেই অসাধারণ বন্ধুত্বের সম্পর্কের আবেগঘন মেল বন্ধন যা আসন্ন আনন্দ উৎসব কে আরো আনন্দয় করে তুলবে বলেই মনে করা হচ্ছে।
খুশি কি ইদ গানটির মূল সারমর্ম একটি গভীর সম্প্রীতির বার্তা বহন করছে। যা ধর্মান্ধতার পরিবর্তে সামাজিক সম্পর্কের মেলবন্ধন বা সংযোগের বার্তা বহন করছে।
গানটিতে “কাবুলিওয়ালা”র মূখ্য চরিত্রাভিনেতাদের সাথে দর্শকদের পরিচয় করানো হচ্ছে। যেখানে দেখা যাচ্ছে বাংলা চলচ্চিত্র জগতের জনপ্রিয় আবীর চ্যাটার্জীর সাথে নবাগত শিশুশিল্পী অনুমেঘা কাহালী ও কিংবদন্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী কে একস সাথে। যা সব মিলিয়ে দর্শকদের অতীতের কাবুলিওয়ালা কাহিনীর সময়ে ফিরিয়ে নিয়ে যেতে এবং অনুভব করাতে সক্ষম হয়েছে।
আগামী ২২শে ডিসেম্বর প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে “কাবুলিওয়ালা” যা নিয়ে ইতিমধ্যেই দর্শকদের মধ্যে প্রত্যাশা তৈরী হয়েছে। আপাতত এই “খুশি কি ইদ” গানটি সবকটি প্রধান অ্যাপেই উপলব্ধ রয়েছে দর্শকদের আনন্দ দেবার জন্য।