তাঁর গবেষনার বিষয় রবীন্দ্রনাথ। রবীন্দ্র সাহিত্য ছাড়া ও তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে “কৃষক ও প্রানীপালক রবীন্দ্রনাথ” হিসাবে চিহ্নিত করে গবেষণা করেছেন। এছাড়া তাঁর গবেষনার বিষয় হিসেবে লালন, চৈতন্য মহাপ্রভু, জীবনানন্দ,চর্যাপদ, মেঘদূত প্রভৃতি উল্লেখযোগ্য।
তার প্রকাশিত এবং সম্পাদিত গ্রন্থ গুলি পাঠক মহলে যথেষ্ট সমাদৃত। তার লেখা গান “বন্ধু কেমন আছিস, তুই বল ” ভাইরাল হয়েছে বিগত কোলকাতা বই মেলায়। তার অধিকাংশ কবিতা ই বাচিক শিল্পী মহলে আদৃত এবং ইউ টিউব এ শ্রোতৃ মহলে যথেষ্ট সাড়া ফেলেছে।
ডঃ সমীর শীল পেয়েছেন অজস্র পুরস্কার। তার মধ্যে বঙ্গ গৌরব সম্মাননা, রবীন্দ্র স্মৃতি পুরস্কার, মাইকেল মধুসূদন স্মৃতি পুরস্কার, শ্রীচৈতন্য স্মৃতি সন্মান, এবং লিজেন্ড অফ বেঙ্গল’ 22 উল্লেখযোগ্য। এ বছর কোলকাতা বই মেলায় তার প্রকাশিত গ্রন্থের মধ্যে প্রতিদিনের আমার রবীন্দ্রনাথ। কবিতা, তোমার জন্য আমার বেঁচে থাকা। এবং আবার আসিব ফিরে। উল্লেখযোগ্য।
কবি ও কবি পত্নী দুজনে ই কবিতা ও রবীন্দ্রনাথ কে জড়িয়ে বেঁচে আছেন। রবীন্দ্রনাথ এদের কাছে অক্সিজেনের মতো। নিঃশ্বাস প্রশ্বাস এর মতো। জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করা পর্যন্ত কবিতার সাথে বসবাস করতে অঙ্গীকারবদ্ধ। এবার দ্যা ইন্ডিয়ান ক্রনিকেলস আয়োজিত শ্রেষ্ঠ বাঙালি সম্মানে মনোনীত হলেন বিশিষ্ট লেখক ও রাবীন্দ্রিক গবেষক শ্রী সমীর শীল .